করোনা ভাইরাসের (Corona Virus) দ্বিতীয় ঢেউতে রীতিমতো ধরাশায়ী ভারত। এই পরিস্থিতিতে দেশজুড়ে চলছে টিকাকরন প্রক্রিয়া। ভারতে বর্তমানে দুটি ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। একটি হল সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড (Covishield) ও অন্যটি হল ভারত বায়োটেক কোম্পানির কো ভ্যাক্সিন (Covaxin)। তবে কোভিশিল্ড WHO এর নিরাপদ ভ্যাকসিনের তালিকাতে জায়গা পেলেও, সেই জায়গা অর্জন করতে পারেনি ভারত বায়োটেকের কো-ভ্যাক্সিন। এর ফলে ভারতীয়রা এই ভ্যাকসিন নিয়ে বিদেশযাত্রার ক্ষেত্রে প্রবল সমস্যার সম্মুখীন হতে পারে। তাই এবার ভারত বায়োটেক কোম্পানি WHO এর দ্বারা এই ভ্যাকসিনকে নিরাপদ তালিকায় নিয়ে আসার জন্য প্রস্তুতি শুরু করেছে।
ভারত বায়োটেক কোম্পানি ইতিমধ্যেই WHO এর সাথে ভ্যাকসিন অনুমোদন করার জন্য যোগাযোগ করেছে। ভ্যাকসিন নিরাপদ তালিকায় অনুমোদিত হওয়ার জন্য দরকার ৩ টি পদক্ষেপ। সে তিন পদক্ষেপ পূরণ হলেই এই ভ্যাকসিনকেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব দরবারে নিরাপদ ভ্যাকসিনের তালিকায় নিয়ে আসবে। চলতি মাসের শেষে বা জুন মাসের প্রথম সপ্তাহে তিন পদক্ষেপের প্রথম পদক্ষেপ প্রী সাবমিশন বৈঠক হবে। তারপর ডোজের রিভিউ হলেই WHO তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে।