চলতি বছরের শুরুতে করোনা ভাইরাস প্যানডেমিক প্রভাব কিছুটা কমলেও শেষ কয়েক সপ্তাহের পরিসংখ্যানে আবারো উদ্বেগ দিচ্ছে দেশবাসীকে। দেশে করোনা আক্রান্তের পরিমাণ এতদিন ধরে যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল যা নিয়ন্ত্রণে ছিল। কিন্তু শেষ এক সপ্তাহে পাল্লা দিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। কিছুদিন আগে একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল। এরপর গতকাল এক লাফে দৈনিক সংক্রমণ বেড়ে হয়ে দাঁড়িয়েছে ৬৮ হাজার। গতকাল অর্থাৎ রবিবার গোটা দেশজুড়ে মোট ৬৮ হাজার ২০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
গতকালের পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হচ্ছে মহারাষ্ট্রে। প্রায় দৈনিক ৪০ হাজার মহারাষ্ট্র রাজ্যে করোনা কেস পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই সেখানে নাইট কারফিউ শুরু হয়ে গেছে। এমনকি খুব শীঘ্রই লকডাউন হতে পারে। গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩২ হাজার ২৩১ জন। তবে মৃতের সংখ্যা ৩০০ এর কোঠা থেকে নেমে ২৯১ হয়েছে। এছাড়া বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৮২৭ জন। যার মধ্যে কলকাতাতে আক্রান্ত ২৯২ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা যাতে আক্রান্ত হয়েছেন ১৯৩ জন।
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.