সোশ্যাল মিডিয়ার পাতায় জুড়ে যা ট্রেন্ডে, তা নিয়েই লাইমলাইটে থাকতে পছন্দ করেন ইউটিউবার স্যান্ডি সাহা (Sandy Saha)। কয়েকদিন আগেই যোগী রাজ্যের প্রচারে কলকাতার মা ফ্লাইওভার থাকায়, তা নিয়ে জোরালো বিতর্ক শুরু হতেই, সে সময় মা উড়ালপুলে গাড়ি থামিয়ে নাইটি পরে নাচ শুরু করে দেন তিনি। যা অপরাধ। পুলিশের চোখে পড়তেই, এ নিয়ে নানান জলঘোলা হয়। যদিও স্যান্ডি দাবি করেছিল, তিনি নাকি জানতেন না উড়ালপুলে গাড়ি থামিয়ে, বের হওয়া অপরাধ।
তবে এবার দু'দিন ধরে বেশ ভাইরাল টপিক বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাচ। অতি সম্প্রতি এক সংবাদমাধ্যমের পুজো স্পেশ্যাল শ্যুটে অংশ নিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এই ভিডিওতেই শোভনের চারপাশে ঘুরে ঘুরে 'মম চিত্তে নিতি নৃত্যে' গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। আপাতত সেই ভিডিওটিকে নিয়েই মিম, ট্রোলে মেতেছে নেটপাড়া।
তাহলে বাদ কেন যাবেন স্যান্ডি? শাড়ি আর চুলে ফুল গেথে খোঁপা করে কলকাতার রাস্তায় বেরিয়ে পরলেন তিনি। নিজেকে 'কালবৈশাখী ব্যানার্জী' বলে পরিচয় দিয়ে নেচে বেড়ালেন তিনি। কখনও পথচারীর সাইকেলে বা বাইকে উঠে, কখনও আবার জোর গলায় তাঁর ঘোষণা, "আমি অন্যের স্বামীধরা মহিলা। রাস্তায় কোনও মহিলা দেখলেই তাঁর স্বামীকে আমি ধরে নেব, তাঁর বাড়িটা আমি এক কোটি টাকা দিয়ে কিনে নেব।" সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে এই ভিডিয়ো।
তবে ২৪ ঘন্টা না কাটতেই শুরু হয়েছে বিতর্ক। শুরু হয়েছে তর্ক। একজন লিখেছেন, "ভালো কিছু ভিডিও বানান। যেটা দেখে মানুষ কিছু শিখবে আর আপনি যেগুলো করছেন, সেটা কোনো সভ্য মানুষরা করে না। ফেসবুক ছোট ছোট বাচ্চারাও দেখে। তাদেরকে প্লিজ খারাপ করবেন না অনেক বয়স্ক মানুষের ফেসবুক দেখে ভালো কিছু তৈরি করুন। ভালো সমাজ গড়ুন।" বহু নেটিজেনদের আবার মন্তব্য, "কখনও ব্রিজের ওপর নাইটি পরে নাচছে। আবার কখনও রাস্তার মধ্যে এসব করছে। মহিলাদের কলঙ্কিত করছে"।
আবার ঠাট্টা করে এক নেটিজেনের মত, "এটা দেখার পর রবীন্দ্রনাথ স্বয়ং উপর থেকে নিচে নেমে এসে তোমাকে তাঁর নোবেলটা দিয়ে যাবে।"