সে এক স্বর্ণালী দিন ছিল বটে, যখন পুজোর মরশুম মানেই এক ঝাঁক নতুন সিনেমার ভিড় প্রেক্ষাগৃহে। কার ছবি ছেড়ে কার ছবি দেখতে যাবেন, তা নিয়েই প্রায় একমাস ধরে চলত দ্বন্দ্ব। তবে বর্তমানে যুগ বদলেছে। ইচ্ছে থাকলেও উপায়ও নেই মানুষের। মানুষের নেই উপার্জন। হাতে গোনা টাকা। আর তা নিয়ে সিনেমা হলে যাওয়া, একপ্রকার বিলাসিতা।
এর সঙ্গেই আবার গতবছর থেকে করোনার কোপে গোটা দেশ। বন্ধ শ্যুটিং, বন্ধ প্রেক্ষাগৃহ। পুজোর সময় এমনকি মণ্ডপে প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা। বর্তমানে প্রেক্ষাগৃহ খুললেও, যাতায়াতে নিষেধাজ্ঞা ওঠেনি। মাস্ক পরে, আসন ফাঁকা রেখে বসতে হবে আপনাকে। এদিকে শ্যুটিং শুরু হলেও, বেশির ভাগ ছবি রিলিজ হচ্ছে ওটিটি প্লাটফর্মে। এর জেরে কর্মব্যস্ত মানুষের ছবি দেখার একমাত্র ঠিকানা হয়ে উঠছে ওটিটি প্লাটফর্ম গুলি।
চলুন, তাহলে এক বার চট করে চোখ বুলিয়ে নেওয়া যাক এই বার ওটিটিতে কাদের ভিড় :
-
১৬ অক্টোবর আমাজন প্রাইম-এ মুক্তি পাচ্ছে 'সর্দার উধম'। অভিনয় করবেন ভিকি কৌশল।
-
কুনাল দেশমুখ পরিচালিত ডিজনি প্লাস হটস্টারে প্রকাশ্যে এসেছে 'শিদ্দাত'। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন রাধিকা মদন, সানি কৌশল, মোহিত রায়না এবং ডায়ানা পেন্টি।
-
১৫ অক্টোবর জি-৫ প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে 'রশ্মি রকেট'। তাপসী পান্নু অভিনীত এই ছবিতে এক ভারতীয় মহিলা ক্রীড়াবিদের জীবন সংগ্রামের গল্প প্রকাশ্যে আসবে।
-
আসছে নন-ফিকশন সিরিজ 'ব্রেক পয়েন্ট'।
-
১৫ অক্টোবর নেটফ্লিক্সে আসছে 'লিটল থিংস-৪'।
পুজোর পাঁচদিন, কবে কোন সিরিজ শেষ করবেন? এখনই ঠিক করে ফেলুন।