মনের দূরত্ব তৈরি হয়েছে অনেক আগে। বিগত এক বছর ধরে একসঙ্গে থাকছেন না শ্রাবন্তী এবং রোশন। তবুও থামছে না শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিংয়ের দাম্পত্য কলহ। ১৬ সেপ্টেম্বর আলিপুর আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন শ্রাবন্তী। কিন্তু রোশন জানালেন, ১২ দিন পরেও তিনি কোনও ডিভোর্স নোটিস পাননি।
এই ইস্যুতেই কথা বলতে গিয়ে রোশন এক সংবাদমাধ্যমকে একান্ত সাক্ষাৎকারে জানালেন, "শ্রাবন্তীর অনেক বন্ধুর সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। সেখান থেকেই খবর পেয়েছি শ্রাবন্তী নাকি বলেছে, আমি মোটা। ওজন বেশি হওয়ার জন্য আমি নাকি সঙ্গমে সক্রিয় নই। এ রকম নোংরা অভিযোগও আমাকে শুনতে হচ্ছে। শ্রাবন্তীর মুখ থেকে না শুনলেও যাঁরা আমাকে জানিয়েছেন, তাঁরা আমার বিশ্বস্ত বন্ধু।"
রোশনের আরও বক্তব্য, "আমি চোর অপবাদও পেয়েছি। আমি নাকি শ্রাবন্তীর এক কোটি টাকা নিয়ে চলে এসেছি! আমার প্রাক্তন বান্ধবীকে ফোন করে আমার বিষয়ে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। ওদের রাজনৈতিক ক্ষমতা বেশি। ওরা চাইলে আমার সঙ্গে নাকি যা খুশি করতে পারে। আমার পরিবারকেও টেনে এনে অসম্মান করা হচ্ছে। প্রাক্তন প্রেমিকার সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। ফোন করে তাঁকে বিবাহবিচ্ছেদের কথা বলার মানে কী?"
রোশনের কথায়, তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে শ্রাবন্তী যেন তা আদালতে করেন। পরিস্থিতিকে এইভাবে কলুষিত করার কোনও প্রযোজন নেই।