পুজোয় মুক্তি পেয়েছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee) পরিচালিত ছবি 'গোলন্দাজ' (Golondaj)। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় দেবকে। প্রথম সপ্তাহেই বক্স অফিসে বাজিমাত করল ‘গোলন্দাজ’। প্রথম থেকেই এই ছবি ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। সেই প্রত্যাশা মতোই এই ছবি দেখতে হলমুখী হয়েছে দর্শক।
প্রথম সাত দিনে ২ কোটির বেশি ব্যবসা করেছে বাংলার এই বায়োগ্রাফিক্যাল পিরিয়ড ড্রামা। মনে করা হচ্ছে, পূর্ব ভারতে 'গোলন্দাজ’-ই প্রথম সিনেমা যা মুক্তির পর প্রথম সপ্তাহে ২ কোটি টাকার বেশি ব্যবসা করেছে।
প্রথম সপ্তাহেই ছবি ২ কোটির বেশি ব্যবসা করায় খুশি অভিনেতা দেব (Dev) এবং পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee)। এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "মানুষ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছেন এটাই সবচেয়ে বেশি আনন্দের। অতিমারী পরিস্থিতিতে গত দু’বছর মানুষকে সিনেমা হলমুখী করার কাজটা অত্যন্ত কঠিন ছিল, আর টিম হিসেবে আমরা সেই কাজটি করতে পেরেছি। পরপর শো হাউসফুল, এটা দারুণ ব্যাপার। আশা করছি এটা অন্যান্য সিনেমার ক্ষেত্রেও হবে। ঠিক যেমনটা অতিমারী পরিস্থিতির আগে হত।"