ইউটিউব দুনিয়ায় বির্তকের এক নাম 'ক্যারি মিনাতি'। ভালো নাম অজয় নাগর।
ভারতে টিকটক ব্যান হওয়ার কিছুদিন আগেই সংবাদমাধ্যমের চর্চিত বিষয় ছিল "ক্যারি"। ইউটিউবার এবং টিকটকারদের মধ্যে তুলনা করেই মূলত হট কেকে রূপান্তরিত হয়েছিল ইস্যু।
একটি রোস্টিং ভিডিও বানিয়েই মূলত ক্যারি বোঝাতে চেয়েছিলেন, ইউটিউবারেরা কত কষ্ট করে ভেবে চিন্তে একটা বড়ো ভিডিও বানিয়েও ভিউস পায় না। অথচ টিকটকে মাত্র কয়েক মিনিট অভদ্র ভাবে নেচেই কোটি কোটি ভিউস পাচ্ছে টিকটকাররা।
শুধু তাই নয়, এছাড়াও নিজের গেমিং ভিডিও হোক কিংবা রোস্টিং ভিডিও সবেতেই অশ্রাব্য গালিগালাজ দিয়ে থাকেন ক্যারি। যা তরুণ সমাজের কাছে কিছুটা অচলায়তন ভাঙার জীবন।
তবে এবার এসব নিয়েই মিনাটির নামে একাধিক ধারায় পুলিশি অভিযোগ করা হল। দায়ের হয়েছে এফআইআর। যাতে স্পষ্ট দাবি করা হয়েছে, ইউটিউবে আপত্তিকর ভিডিও পোস্ট করেন ক্যারি। সেখানে মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য ও যৌন ইঙ্গিত প্রদর্শন করা হয়।
এই কারণেই ক্যারি মিনাতির বিরুদ্ধে একাধিক ক্রিমিন্যাল অ্যাক্টে অভিযোগ দায়ের হয়েছে।
গতকাল এ বিষয়ে গুঞ্জন উঠলেও, আজ সরাসরি প্রকাশ্যে এসেছে এফআইআরের কথা। তবে এখনও এ বিষয়ে মুখ খোলেননি ক্যারি।