টিআরপি লিস্টে ফের আবারও সেরার সেরা ধারাবাহিক মিঠাই। তবে নম্বর কমে যাচ্ছে, বেশ অনেকটাই। দর্শকদের মন পুরোপুরি আর জয় করতে পারছেনা মিঠাই-সিদ্বার্থ। বর্তমানে কিছুটা ঝিমিয়ে পড়ছে মিঠায়, সেই দাপট কোথায়? নীপারই বা কবে মিল হবে? নানান প্রশ্নই দর্শকদের মধ্যে ঘুরছে। তবে নম্বর কমলেও, এই মুহূর্তে মিঠাই রানির মুকুট ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে প্রতিদ্বন্দ্বীরা।
বর্তমানে মিঠাই ধারাবাহিকে সিদ্ধার্থের দাদু, গৃহত্যাগী হয়ে আশ্রমে গিয়ে উঠেছেন। তাঁর আসল উদ্দেশ্যে হল মিঠাই আর সিদ্ধার্থের বিয়ে। তা খুব আসন্ন। কাজেই, বলাবাহুল্য ছক্কা মারতে পারলেই ফের বাড়বে নম্বর।
অন্যদিকে সেরার লড়াইয়ে মিঠাইয়ের মতোই নিজের দ্বিতীয় স্থান ধরে রেখেছে অপু। রেটিং পয়েন্ট ৮.৪, এর সঙ্গেই দ্বিতীয় সপ্তাহেও দারুণ রেজাল্ট 'উমা'র।
তবে যুগ্মভাবে তৃতীয় হয়েছে 'করুণাময়ী রানি রাসমণী'। চলতি সপ্তাহে সেরা পাঁচের তালিকাতেই জায়গা করে নিয়েছে আটটি সিরিয়াল, যা বুঝিয়ে দিচ্ছে টিআরপির লড়াই কতখানি জমে উঠেছে। তবে প্রথম তিন থেকে বর্তমানে প্রথম পাঁচে জায়গা দখল করেছে সর্বজয়া। এ সপ্তাহে ৭.৫ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সর্বজয়া, ধুলোকণা ও খড়কুটো।
ষষ্ঠস্থানে জায়গা করে নিয়েছে 'মন ফাগুন'। সপ্তম স্থানে রয়েছে শ্রীময়ী, এই পথ যদি না শেষ হয়।
অষ্টমস্থানে একই সঙ্গে তিনটি সিরিয়াল- গঙ্গারাম, খেলাঘর ও কৃষ্ণকলি। নবম স্থানে কড়িখেলা। এবং দশম স্থানে রয়েছে বরণ ও দেশের মাটি।