করোনা আক্রান্ত ব্রিটিশ অভিনেত্রীকে নিয়ে চলল দীর্ঘক্ষণের একটি নাটক। অক্টোবর খ্যাত এই অভিনেত্রী বনিতা সান্ধুকে নিয়ে চলল এই নাটক। বেলেঘাটা আইডি হসপিটাল এ ভর্তি হতে একেবারেই নারাজ। এই কারণেই তিনি দীর্ঘ ৪ ঘন্টা অ্যাম্বুলেন্স থেকে নামতেই চাইলেন না। সম্প্রতি কলকাতায় শুটিং করতে এসেছেন বনিতা। সুদূর সুইজারল্যান্ড থেকে লন্ডন তারপর দুবাই হয় কয়েকদিন আগে কলকাতায় পৌঁছেছেন তিনি। দমদম বিমানবন্দরে তার করোনা পরীক্ষা করা হয়েছিল। সেই মুহূর্তে তিনি করোনা পজেটিভ মেলেন। রিপোর্ট পজিটিভ আসার পরেই থেকে চিত্তরঞ্জন ন্যাশনাল হাসপাতালে নিউটাউন ক্যাম্পাসে ভর্তি করা হয়। আবারো একবার পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে। তারপর তাকে বেলেঘাটা আইডি হসপিটালে ট্রান্সফার করার নির্দেশ দেন ডাক্তাররা।
কিন্তু সেখানে ঘটে বিপত্তি। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হতে একেবারেই নারাজ অভিনেত্রী। সেখানকার পরিকাঠামো তার পছন্দ না হওয়ার কারণে সুপারের ঘরে কিছুক্ষণ কাটিয়ে সেখান থেকে বেরিয়ে যান অভিনেত্রী। কলকাতায় কবিতা এন্ড টেরেসা নামক একটি ছবির শুটিং করতে এসেছেন তিনি। কিন্তু করণা আক্রান্ত হবার পরে বেলেঘাটা আইডি হাসপাতালের পরিকাঠামো পছন্দ না হওয়ার কারণে তিনি সরাসরি সেখান থেকে বেরিয়ে গেলেন। এম্বুলেন্স নিয়ে বেরিয়ে যাবার সময় পুলিশ বাধা দেয়। যোগাযোগ করা হয় স্বাস্থ্যকর্তা এবং প্রশাসনের সঙ্গে। তারপর ব্রিটিশ দূতাবাস কে খবর দেওয়া হয় এই ব্যাপারে। অবশেষে ব্রিটিশ দূতাবাসের মধ্যস্থতায় তাকে ভর্তি করানো হয় একটি বেসরকারি হাসপাতালে। আবারো করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হবে। চিকিৎসকদের ধারণা, তিনি করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন।