ছবির পরিচালক আর ছবির অভিনেতার মধ্যে ঠিক কতটা ফারাক? ছবি দিয়ে সরাসরি বোঝাতে চাইলেন অভিনেতা অঙ্কুশ হাজরা।
বর্তমানে ছবির কাজে ব্যস্ত তিনি। অন্যদিকে, ছবির প্রযোজক দেব গেছেন ঘুরতে।
সেই ছবি শেয়ার করে মজার ছলে অঙ্কুশের ক্যাপশন, "কেউ আইসল্যান্ডে মজা করছে। আর এক জন ডাবিং করছে।" পাশে হ্যাশট্যাগে লেখা, ‘কিশমিশ’ এবং ‘হাইট অব জেলাসি’।
অঙ্কুশের শেয়ার করা এই ছবিতে দেখা গিয়েছে, ডাবিংয়ে ব্যস্ত অঙ্কুশ। আর দেব গেছেন ঘুরতে। আর তাতে কষ্ট পাচ্ছেন অভিনেতা অঙ্কুশ হাজরা।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ২৮ অক্টোবর রাতে দেব আর রুক্মিণী দুবাইয়ের বিমান ধরেন। সেখান থেকে পৌঁছে যান আইসল্যান্ডে।
প্রসঙ্গত, দেব পরিচালিত 'কিশমিশ' ছবিটি আসন্ন বছরের জুলাই মাসেই মুক্তি পাবে। যার শ্যুটিং হয়েছে শহর কলকাতা জুড়ে।