কেটে গিয়েছে প্রায় একমাস। এখনও সিদ্ধার্থকে ভুলতে পারেনি তাঁর অনুগামীরা। সিদ্ধার্থের শেষকৃত্যের পর প্রকাশ্যে আসেনি শেহনাজ এবং সিদ্ধার্থের মা।
অভিনেতার আচমকা মৃত্যুর পর থেকে গিয়েছে সকলের জীবন। সিদ্ধার্থের শেষকৃত্যে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়া শেহনাজের মুখ, এখনও দর্শক-মনে টাটকা। তবুও জীবন থেমে নেই। সময়ের সঙ্গে স্বাভাবিক ছন্দে ফিরছেন শেহনাজও।
পুজোর মরশুমেই মুক্তি পাবে তাঁর নতুন ছবি "হওসলা রাখ"। তারই প্রচারে দেখা গেল শেহনাজকে। সঙ্গে ছিলেন সহ-অভিনেতা দিলজিৎ দোসঞ্ঝ এবং পুনম বাজওয়া। মাত্র কিছুক্ষণের জন্য হলেও, শেহনাজকে দেখতে পেয়ে খুশি গোটা 'সিডনাজ' পরিবার। ভিডিওটি শেয়ার করেছেন দিলজিৎ দোসঞ্ঝ।
বরাবরই হাসি-খুশি স্বভাবের শেহনাজ। একথা সকলেই জেনেছে বিগ বসে। তাঁকে সে ভাবেই ফিরে পাওয়ার অপেক্ষায় ছিলেন অনেকেই।
আর দিলজিতের ভিডিওতে শেহনাজের এক ঝলক হাসি মুখ দেখে, তাঁকে ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন অনেকে। লিখছেন, "শেহনাজ, হওসলা রাখ"। বর্তমানে এটি একটি জনপ্রিয় হ্যাশট্যাগেও পরিনত হয়েছে। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "শেহনাজ, ভরসা রাখ।"