পুরুলিয়ার বরাবাজারের ফুলঝোর গ্রামের মেয়ে ও পটমদা ডিগ্রী কলেজের ছাত্রী রমনিতা শবর ইতিহাস গড়লেন ইতিহাসেই ফার্স্ট ক্লাস সহ স্নাতক উত্তীর্ণ হয়ে। সমাজের অন্যান্যদের থেকে অনেকটাই নিজেদের সরিয়ে রাখা এই শবর জনজাতির দু- তিনজন তরুণী ইতিপূর্বে কলেজে ভর্তি হলেও সম্পূর্ণ করতে পারেননি। লোধা শবর চুনী কোটাল প্রথম স্নাতক হন এবং তার দু-দশক পর রমনিতা।
শবরদের মধ্যে ইদানিং অনেকেই স্কুল কলেজমুখী হচ্ছে যদিও শিক্ষাক্ষেত্রে সেই সংখ্যা শতকরা হিসাবেও আসেনা। তবে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত যথাযথ সুবিধা পেয়ে মূলস্রোতে ফিরছেন তাঁরাও। রমনিতারা তিন বোন ও এক ভাই, বাকি দুই ছোট বোন পড়ালেখা ছেড়েছে এবং বাবা পেশায় কৃষিজীবী। গৃহশিক্ষক ছাড়াই এতদিন পড়াশোনা করেছেন রমনিতা এবং অনটন থাকা সত্ত্বেও ভবিষ্যতে সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়ার অভিপ্রায় ব্যক্ত করেন তিনি।
যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ইতিহাসে স্নাতকোত্তরে ভর্তি বন্ধ হয়ে গেছে তবে পুরুলিয়ার জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায় তাঁকে আর্থিক থেকে শুরু করে সবরকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন।