বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee, CM)। করোনা আবহে জুলাইয়ের শেষ সপ্তাহে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং আগস্টের প্রথম সপ্তাহেই হবে মাধ্যমিক পরীক্ষা, ঘোষণার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এছাড়াও জানা যাচ্ছে, হোম সেন্টারে অর্থাৎ নিজেদের স্কুলেই হবে পরীক্ষা। উল্লেখ্য আগেই বলা হয়েছিল, উচ্চমাধ্যমিক হোম সেন্টারে হবে। এবার সেই পথেই মাধ্যমিক।
পাশাপাশি আরও জানা যাচ্ছে, প্রধান পরীক্ষা অর্থাৎ মাধ্যমিকের সাতটি বিষয় এবং উচ্চমাধ্যমিকের পাঁচটি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে। এছাড়া বাকি যে বিষয়গুলি (একস্ট্রা সাবজেক্ট কিংবা স্পেশাল সাবজেক্ট) রয়েছে, তা স্কুলের পরীক্ষার ভিত্তিতেই নম্বর দেওয়া হবে। এছাড়াও, তিন ঘন্টার বদলে দেড় ঘন্টায় পরীক্ষা হবে। এবং যেহেতু পরীক্ষার প্রশ্নপত্র ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, সে কারণে মুখ্যমন্ত্রী বলেছেন, "ধরা যাক ১০টি প্রশ্ন আছে। সেখানে পাঁচটি প্রশ্ন করতে হবে। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের কাছে অনেক অপশন খুলে যাবে।" সাথেই মুখ্যমন্ত্রী বলেন, স্যানিটাইজেশন মেনে এবং সামাজিক দূরত্ব মেনে পরীক্ষা হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এ দিন বলেন,''জুলাইয়ের শেষ সপ্তাহে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পড়ুয়ারা যাতে সর্বভারতীয় ও আন্তর্জাতিক পরীক্ষায় অংশ নিতে পারেন, সেজন্য উচ্চমাধ্যমিক আগে হচ্ছে। ১২ লক্ষের বেশি পরীক্ষার্থী। আবশ্যিক বিষয়টি ৭টি। সেই বিষয়গুলির উপরে পরীক্ষা হবে। অতিরিক্ত বিষয় ৩৮ থেকে ৫৮টি। বিদ্যালয়ের নম্বরের ভিত্তিতেই সেগুলির মূল্যায়ন হবে। স্বাস্থ্যবিধি মেনে নিজ বিদ্যালয়ে বা নিকটবর্তী বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে। ৩ ঘণ্টার পরিবর্তে দেড় ঘণ্টার পরীক্ষা। প্রশ্নপত্র তৈরি হয়ে গিয়েছে। তাই ১০টার জায়গায় ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের।''
মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ঘোষণা করে মমতা দাবি করেন,''ভারতে আমরাই প্রথম এই প্যান্ডেমিকে পরীক্ষার দিন ঠিক করলাম।''