অতিমারি কেড়ে নিয়েছে অনেক মানুষের প্রাণের পাশাপাশি শিক্ষার মান। টানা দু'বছর স্কুল বন্ধ থাকার ফলে সামাজিক অবক্ষয়ের পাশাপাশি শিক্ষার মান তলানিতে ঠেকেছে। তারই প্রমাণ পাচ্ছেন শিক্ষকরা। এক সমীক্ষায় দেখা গিয়েছে যে, অষ্টম শ্রেনীর পড়া অ, আ, ক, খ ভুলতে বসেছে পড়ুয়ারা। সাধারণ আম, জাম শব্দই পড়তে পারছে না। অ্যানুয়াল স্টাটাস অফ এডুকেশন রিপোর্ট বলছে, করোনা আবহে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় পড়াশুনা লাটে উঠেছে। আগামী দিনেও তারা মাশুল গুনতে হবে পড়ুয়াদের। স্কুল খোলার পর থেকেই শিক্ষার এমন করুন চিত্র শিক্ষক মহলের সামনে এসেছে।
গত ডিসেম্বর মাসে রাজ্যের সতেরোটি জেলার পাঁচশো দশটি গ্ৰামে, এগারো হাজার একশো ঊনআশি জন পড়ুয়ার মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছে। তবে ২০১৮ সালে প্রথম সমীক্ষার সঙ্গে ২০২১ সালের এই সমীক্ষার আকাশ পাতাল তফাৎ।
বাংলার সাধারণ বানান পড়ুয়ারা যেখানে বলতে পারছে না সেখানে বিজ্ঞান ও অঙ্কের অবস্থা অতিব ভয়ঙ্কর। যা দেখে শিক্ষকদের চোখ কপালে উঠেছে। প্রথম শ্রেনী থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়ারা তো এক থেকে নয় পর্যন্ত সংখ্যা ভুলতে বসেছে। পাশাপাশি ভুলেছে অ, আ, ক, খ পর্যন্ত।
করোনা পরিস্থিতিতে স্কুল টানা দু'বছর ধরে বন্ধ থাকার ফলে অনুশীলনের অভাবে পড়ুয়াদের এই হাল হয়েছে মনে করা হচ্ছে।