করোনা আবহে লকডাউনের জন্যে মার্চ মাস থেকে বন্ধ স্কুল। লকডাউনের আগে মাত্র আড়াই মাস ক্লাস করতে পেরেছিল মাধ্যমিক পরীক্ষার্থীরা। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা বিভিন্ন কারণে ক্লাস করার সুযোগ পায়নি। তাই পর্ষদ ও সংসদের তরফ থেকে জুন মাসে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছোনো প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাব রাজ্যের কাছে পৌঁছোলে রাজ্য তাতে সায় দেয়।
এই পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মূলত। পরীক্ষার নির্ঘন্ট ঘোষণা করবে সংসদ এবং পর্ষদ। বুধবার সরকারী ভাবে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি আরও জানিয়েছেন যে, এখনই খুলছেনা স্কুল।