ফের কর্মসংস্থান। শুরু হয়েছে মাল্টি-টাস্কিং (নন-টেকনিকাল) স্টাফের নিয়োগের আবেদন প্রক্রিয়া। এই মুহুর্তেই তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, কারণ আবেদনের সময়সীমা আগামী ২১মার্চ অবদি খোলা থাকবে। শুধু তাই নয়, আগ্রহী প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-তে গিয়ে অনলাইন আবেদন করতে পারবেন।
এই আবেদনের জন্য নূন্যতম মাধ্যমিক পাশ জরুরি। কম্পিউটার নির্ভর টিয়ার ১ পরীক্ষা হবে জুলাইতে। এবং এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যাখ্যমূলক পরীক্ষায় বসতে হবে নভেম্বরে। শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা করে আবেদন ফি দিতে হবে। এবং বাকি ক্যাটাগরির কোনো প্রার্থীকে আবেদন ফি দিতে হবে না। আগ্রহের বিষয়, ঠিক কতগুলি শূণ্য পদে নিয়োগ করা হবে! বলাবাহুল্য, কমিশনের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "উপযুক্ত সময় শূন্যপদের বিস্তারিত বিষয় জানানো হবে। কোনও যদি আপটেডেড শূন্যপদ থাকে, তাহলে তা কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে।"
এছাড়াও বাকি ফর্ম জমা দেওয়া, আবেদন ফি, চালান জেনারেশন থেকে পরীক্ষার সমস্ত তথ্য মিলবে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-তে।