করোনা কালে স্কুল বন্ধ থাকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা তিনমাস পিছিয়ে দেওয়া হচ্ছে বলে দুদিন আগেই ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অর্থাৎ মার্চের বদলে উচ্চমাধ্যমিক শুরু হবে জুন মাসে। ১৫ই জুন থেকে শুরু হয়ে ৩০জুন পর্যন্ত পরীক্ষার চলার কথা ছিল।কিন্তু শনিবার সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি পরিবর্তন হচ্ছে বলে জানালেন। পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'যে ৩০শে জুন আদিবাসীদের হুল উৎসবের কারণে উচ্চমাধ্যমিকের নির্ধারিত পরীক্ষা হচ্ছেনা। পরবর্তী সময় সূচী জানিয়ে দেবে সংসদ'।
শিক্ষামন্ত্রী আরও জানান, যে তিনি শিক্ষা সংসদের সাথে কথা বলেছেন। সংসদকে জানিয়েছেন ৩০শে জুন আদিবাসীদের হুল উৎসব থাকায় পরীক্ষার সময়সূচীর পরিবর্তন করতে হবে। এবং শুধু উচ্চমাধ্যমিক নয়, হুল উৎসবের কারণে মাধ্যমিক পরীক্ষাও পিছোবে বলে জানিয়েছেন তিনি।