শিক্ষকদের মর্যাদা দানের প্রশ্ণে বিশ্বের প্রথম দশটি দেশের মধ্যে জায়গা করে নিল ভারত৷ গত সপ্তাহে ইংল্যান্ডের ভার্কি ফাউন্ডেশন ৩৫টি দেশে করা সমীক্ষার ভিত্তিতে যে রিপোর্ট তৈরি করেছে, তাতে ভারত ষষ্ঠ স্থান পেয়েছে৷
শিক্ষকদের ওপর ভরসা করা যায় কি না, তাঁরা প্রেরণা জোগাতে পারেন কি না কিংবা ছাত্রদের প্রতি তাঁদের যত্ন নেওয়ার মন আছে কি না– এসব বিষয়ে বেশিক্ষণ ভাবতে না দিয়ে দ্রুত উত্তর দিতে বলা হয়েছিল সমীক্ষায় অংশগ্রহণকারীদের৷ দেখা গেছে শিক্ষকদের সম্পর্কে ভারতের মানুষের অন্তর্নিহিত, স্বতঃস্ফূর্ত ধারণা বেশ উঁচুতেই রয়েছে৷
এ ব্যাপারে এদেশকে পিছনে ফেলেছে চিন, ঘানা, সিঙ্গাপুর, কানাডা আর মালয়েশিয়া৷ সমীক্ষায় দেখা গেছে, যেসব দেশে সরকারি ব্যয়ের বড় অংশ খরচ করা হয় শিক্ষার পিছনে, সেখানে শিক্ষকদের মর্যাদা সাধারণত বেশি৷ যেমন, দ্বিতীয় স্থানে থাকা দেশ ঘানা শিক্ষাখাতে ব্যয় করে সরকারি খরচের ২২.১ শতাংশ, আর ২৪তম স্থান পাওয়া ইটালি খরচ করে মাত্র ৮.১ শতাংশ৷ ভারত এই খাতে খরচ করে সরকারি ব্যয়ের ১৪ শতাংশ৷