করোনা (Corona) পরিস্থিতিতে বর্তমানে বেহাল দশা বাংলার। এই সময় নির্ধারিত সূচি মেনে মাধ্যমিক পরীক্ষা (Madhyamika exam) যে হবে না তা মধ্যশিক্ষা পর্ষদ গতকাল ঘোষণা করেছিল। তবে মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে না পরে নেওয়া হবে সেই সংক্রান্ত বিষয় রাজ্য সরকারের সিদ্ধান্তের দিকে চেয়ে রয়েছে পর্ষদ। তবে মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary exam) নিয়ে প্রশ্ন উঠলে আজ অর্থাৎ বুধবার (Wednesday) উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস স্পষ্ট জানিয়েছেন, "যদি মাধ্যমিক পিছিয়ে যায় তাহলে উচ্চমাধ্যমিক পরীক্ষাও পিছিয়ে যাবে। কারণ মাধ্যমিক আগে হয় এবং উচ্চমাধ্যমিক পরে হয়। এছাড়া ছাত্র-ছাত্রীদের জীবনের থেকে পরীক্ষা বড় নয়।"
প্রসঙ্গত উল্লেখ্য আগামী ১ লা জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল মধ্যশিক্ষা পর্ষদ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া অসম্ভব। এরপর পরীক্ষা বাতিল হবে না পিছিয়ে যাবে তার সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। নতুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে আলোচনা করার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১৫ জুন থেকে। মোট ৮ লাখ পড়ুয়া এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তাই মাধ্যমিক পিছিয়ে গেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এছাড়া জানা গিয়েছে, "পরে যদি পরীক্ষা হয় তাহলে তা নিজেদের স্কুলে সিট পড়বে। গণপরিবহন এড়িয়ে করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য এমন পরিকল্পনা করা হচ্ছে।"