আগেই ঘোষণা ছিলো ২০২০-২১ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে মার্চের বদলে জুনে হবে। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষে নোটিশ দিয়ে পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হলো। নোটিশ অনুযায়ী আগামী ১৫ জুন শুরু হবে দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষা। চলবে ৩০ জুন পর্যন্ত। ১৫ জুনই শুরু হবে একাদশ শ্রেণির পরীক্ষাও। সেটি চলবে ২ জুলাই পর্যন্ত।
আগের মতোই সকাল ১০টা থেকে দুপুর ১:১৫ পর্যন্ত চলবে দ্বাদশ শ্রেণির পরীক্ষা। ২ টো থেকে শুরু হবে একাদশের পরীক্ষা। পরীক্ষার সময়ে করোনা বিষয়ক যাবতীয় উদ্যোগ নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে।
তবে দ্বাদশ শ্রেণির প্র্যাকটিকাল পরীক্ষা ১০ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে আয়োজন করার নির্দেশ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আর প্র্যাকটিকাল পরীক্ষার নম্বর ২০ এপ্রিলের মধ্যে সংসদে জমা করতে হবে স্কুলগুলিকে।
অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষে কিছু ঘোষণা না হলেও উচ্চ মাধ্যমিকের আগেই মাধ্যমিক পরীক্ষার আয়োজন হবে বলে জানা যাচ্ছে।