আজ, তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন। ইতিমধ্যেই সারা দেশ ও দেশের বাইরেও এই দিনটি 'পরাক্রম দিবস' হিসেবে পালিত হবে বলে ঘোষিত হয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের দফতর থেকে। আর এবার ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের তরফ থেকে দেশের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়কে দিন তথা বছরটি উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে। নানান রকম নেতাজি কেন্দ্রিক অনলাইন কর্মসূচি যেমন ওয়েবিনার, অনলাইন বক্তৃতা, ভার্চুয়াল পোস্টার তৈরি, অঙ্কন প্রতিযোগিতা ইত্যাদিতে অংশগ্রহণের মাধ্যমে দেশের তরুণ সমাজের কাছে নেতাজিকে মাহাত্ম্যপূর্ণ করে তোলার বার্তা দেওয়া হয়েছে।
সমস্ত উপাচার্য ও অধ্যক্ষদের চিঠি মারফৎ ইউজিসি জানায় শুধুমাত্র আজকের দিনটিই নয়, আজ থেকে পুরো এক বছর জুড়ে পালিত হবে নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী। করোনা সতর্কতা মান্যতা দিয়েই কেবল অনলাইন মাধ্যমেই সমস্ত কর্মসূচি গৃহীত হবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের তত্ত্বাবধানে একটি ভিডিওবার্তা প্রতিযোগিতার আয়োজন করেছে। ছাত্রছাত্রীরা ফেসবুক বা ট্যুইটার মাধ্যমে নেতাজিকে নিয়ে ভিডিও বানিয়ে তা শেয়ার করবে। ভিডিও আপলোডকালে অবশ্যই শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালকে ট্যাগ করতে হবে ও একইসাথে #MyInspirationBoseji অথবা #MeriPrernaBoseji লিখতে হবে। ভিডিওর সময়সীমা অনধিক ৯০ মিনিট। আপলোড করতে হবে আজকের মধ্যেই।