করোনা আবহে শেষপর্যন্ত খুলছে স্কুল। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা আনলক ৫ গাইডলাইনে বলা হয়েছে, ১৫ই অক্টোবরের পর থেকে ধীরে ধীরে স্কুল খুলতে পারে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। অবশ্যই কণ্টেনমেন্ট জোনের বাইরে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য এবং কেন্দ্রসাশিত অঞ্চলগুলি।
এই নির্দেশিকায় বলা হয়েছে, অনলাইন ক্লাস অগ্রাধিকার পাবে। স্কুলে যাওয়ার বদলে ছাত্রছাত্রীরা অনলাইনে ক্লাস করতে চাইলে অনুমতি দেওয়া হবে। অভিভাবকের অনুমতি নিয়ে তবেই পড়ুয়ারা স্কুলে যেতে পারবে। স্কুলে হাজিরার ক্ষেত্রেও স্কুল কর্তৃপক্ষকে কড়াকড়ি করতে নিষেধ করা হয়েছে নির্দেশিকায়। গবেষণার সঙ্গে যুক্ত ছাত্র ছাত্রীদের প্রয়োজনে বিশ্ববিদ্যালয় গুলিতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে।
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.