শুক্রবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডা রি এডুকেশন (CBSE) দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। বহুল প্রত্যাশিত এই ফলাফল cbse.nic.in এবং cbse.gov.in-এ অনলাইনে দেখা যাচ্ছে। প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী এবার সিবিএসই দ্বাদশ শ্রেণির টার্ম ১ এবং টার্ম ২ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। চলতি বছরে গত ২৬ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত টার্ম ২-এর অফলাইন পরীক্ষা হয়েছিল। অল্প কিছুদিনের ব্যবধানে দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষণা করল সিবিএসই।
এবারের পরীক্ষায় পাশের হার ৯২.৭১ শতাংশ। আজকেই দুপুর ২ টো নাগাদ সিবিএসই বোর্ডের দশম শ্রেণির ফলাফল বেরোতে পারে। ৩৩ হাজারের বেশি পরীক্ষার্থী ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছেন। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ১ লক্ষ ৩৪ হাজারের বেশি পড়ুয়া। পাশের হারে সর্বোচ্চ ত্রিভান্দ্রম ৯৮.৮৩ শতাংশ। পাশের হারে এগিয়ে মেয়েরা। মেয়েদের পাশের হার ৯৪.৫৪ শতাংশ। অন্যদিকে ছেলেদের ৯১.২৫ শতাংশ।
ফলাফল জানবেন কীভাবে? নীচের ওয়েবসাইটে ক্লিক করে results.cbse.nic.in-এ দেখতে পারেন। এবার সেই পেজে সিনিয়র স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (দ্বাদশ শ্রেণি) ২০২২ অ্যাক্টিভেট হিসেবে দেখাবে। সেখানে ক্লিক করতে হবে। এরপরই একটি নতুন উইন্ডো খুলবে। সেখানে নিজের রোল নম্বর, স্কুল কোড ও জন্মের তারিখ দিতে হবে। সমস্ত তথ্য দিয়ে সাবমিট করলেই স্ক্রিনে ভেসে উঠবে আপনার প্রাপ্ত নম্বর।