২৯ মার্চ, ২০২৩
শিক্ষা

গতবছরের মতোন করোনার দোহাই দিয়ে স্থগিত হবে না বোর্ড পরীক্ষা, সাফ কথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

অনলাইনে পরীক্ষার দাবি খারিজ করে বোর্ডের স্পষ্ট মত, অফলাইনে কোভিড প্রোটোকল মেনেই পরীক্ষা হবে
high school students  class room exam Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২১ ১৬:৩৭

করোনার (Corona Pandemic) দ্বিতীয় ঢেউ-এ আক্রান্ত ভারত সহ গোটা দেশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ১,৬৮,৯১২ জন। মারা গিয়েছেন ৯০২ জন। দেশে করোনা আক্রান্ত অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১২,০১,০০৯ জন। এর মাঝেই উদ্বেগের বিশেষ কারণগুলির মধ্যেই অন্যতম, বোর্ড পরীক্ষা। গত বছর করোনার প্রথম ঢেউ-এ স্থগিত হয়েছিল বিভিন্ন বোর্ড পরীক্ষা, শিক্ষাবর্ষ পিছিয়ে যাওয়ার ভয়ে পরেও সে পরীক্ষা নেওয়া হয়নি। বর্তমানে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা অনলাইনেই হচ্ছে।

তাই করোনা নতুন করে মাথাচাড়া দিতেই, আসন্ন বোর্ড পরীক্ষার্থীরা বেজায় উদ্বিগ্ন। আর সেই মতোনই দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা যাতে অনলাইনে নয়, সে কারণেই পরীক্ষার্থীদের অধিকাংশ গণমেইল করেন, চিঠিও যায় বোর্ডে। যাতে পূর্ণ সমর্থন ছিল শিক্ষক ও পরীক্ষার্থীদের অভিভাবকদের। তবে পরীক্ষার্থীদের এই দাবি মানতে নারাজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তাঁদের আবেদন খারিজ করে, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, বোর্ড পরীক্ষা স্থগিত তো দূরের কথা, অনলাইনেও নয় বরং অফলাইনেই নিয়ম মেনে হবে। যদিও বোর্ডের তরফে আশ্বাস দিয়ে বলা হয়েছে, পরীক্ষার্থীদের চিন্তা না করতে, কারণ সমস্ত কোভিড বিধি মেনেই পরীক্ষা নেওয়া হবে।

এখানেই শেষ নয় সিবিএসই বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, "সকল পরীক্ষার্থীদের জন্য আমার তরফ থেকে অসংখ্য শুভকামনা। আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা গতবছরের চেয়েও এ বছর ভালো রেজাল্ট এনে দেবে বোর্ডকে। কারণ তোমরা বাড়িতে পড়ার অনেকটা সময় পেয়েছ। তবে চিন্তার কোনো কারণ নেই, বোর্ড কর্তৃক পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৫০০০ থেকে বাড়িয়ে ৭০০০ করা হয়েছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রগুলি জুড়ে কঠোর কোভিড প্রোটোকল বজায় রাখা হবে। চিকিৎসকরাও থাকবেন। সমস্ত কোভিড বিধি মেনেই সময় মতোন পরীক্ষা নেওয়া হবে।"

এরপরেই কার্যত দেশের ভবিষ‌্যৎ প্রজন্মের জীবন নিয়ে ঝুঁকি না নেওয়ার অনুরোধ করে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “রোজ এক লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় প্রত্যেক পরীক্ষার্থীকে নিরাপত্তা দেওয়া বাস্তবসম্মত নয়। রাজনৈতিক নেতা হিসাবে আমাদের কর্তব‌্য ভবিষ‌্যৎ প্রজন্মকে রক্ষা করা। দয়া করে সেটা করুন। পরিস্থিতি চিন্তা করে পরীক্ষা বাতিল করুন।”

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ মার্চ

বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে

office desk job
৮ মার্চ

নয়া নির্দেশিকা জারি করেছেন, সংসদের সচিব তাপসকুমার মুখোপাধ্যায়

exam students
২৫ ফেব্রুয়ারি

প্রার্থীদের বয়স হতে হবে ৪০ এর মধ্যে

governmeent job office desk
২ ডিসেম্বর

শীঘ্রই স্টার জলসায় আসতে চলেছে নীল ভট্টাচার্য অভিনীত ধারাবাহিক 'বাংলা মিডিয়াম'

Neel Trina
২৪ আগস্ট

প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি হয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম পাল

exam students
২২ জুলাই

ফের মেয়েদের জয়জয়কার, পাশের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

High school students
১২ জুলাই

হাতে-পায়ে কালশিটে দাগ, ভয়ে পড়ুয়ার স্কুলে যেতেই ভয়, ফের শহরের বুকে চাঞ্চল্যকর ঘটনা

Punishment
২৪ জুন

পাকিস্তানের অধিকাংশ কাগজ ব্যবসায়ী সংগঠনের হুঁশিয়ারি, এমন চলতে থাকলে আগামী শিক্ষাবর্ষে বইখাতা পাবে না পড়ুয়ারা

Student studing table note books coffee
৪ জুন

চলতি বছর থেকেই একাদশ শ্রেণিতে সর্বোচ্চ ৪০০ জন পড়ুয়াকে ভর্তি নিতে পারবে কোনও স্কুল

Student books
২৫ মে

এবার মাধ্যমিক স্তর থেকেই ছাত্রছাত্রীদের পছন্দের স্ট্রিম বেছে নেওয়ার সুযোগ থাকছে

High school students
১৯ মে

রাইট টু ইনফরমেশন অ্যাক্টের অধীনে এমন নির্দেশিকা জারি করা হয়েছে

teacher students school class
৮ মে

গত ২ মাস ধরে অঙ্গনওয়াড়ি কর্মীরা নিজেদের পকেট থেকে অর্থের যোগান দিচ্ছিলেন

school student
৭ মে

শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবনে নবগঠিত স্কুল শিক্ষা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠক করেছেন এই মর্মে

Bratya Basu