করোনা অতিমারির কারণে গত আট মাস ধরে বন্ধ রয়েছে স্কুল৷ সরকার জানিয়ে দিয়েছে ৩০ নভেম্বরের আগে স্কুল খোলার সম্ভাবনা নেই৷ এই অবস্থায় আগামী শিক্ষাবর্ষে ছেলেমেয়েদের ভর্তির কী ব্যবস্থা হবে তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অভিভাবকরা৷ শুক্রবার রাজ্যের স্কুলশিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে তা দূর হল৷
দপ্তর থেকে নির্দেশ জারি হয়েছে, আগামী শিক্ষাবর্ষে প্রাক–প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে ভর্তির কাজ ডিসেম্বরে শুরু করতে হবে৷ ভর্তির ফর্ম দেওয়া হবে ২ থেকে ৯ ডিসেম্বর৷ ১১ থেকে ১৬ ডিসেম্বর হবে লটারি এবং ডিসেম্বরেরই ১৮ থেকে ২৩ তারিখের মধ্যে ভর্তির যাবতীয় প্রক্রিয়া শেষ করতে হবে৷ দপ্তর আরও জানিয়েছে, অষ্টম শ্রেণি পর্যন্ত ভরতিতে কোনও পরীক্ষা নেওয়া যাবে না৷ ভর্তি করতে হবে লটারির মাধ্যমে৷ নেওয়া যাবে না অভিভাবকদের কোনও ইন্টারভিউ৷
করোনার কারণে রাজ্য সরকার এ’বছর উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয়ে পরীক্ষা নিতে পারেনি৷ আগামী বছরের মাধ্যমিক–উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে৷ নেওয়া হয়নি টেস্ট পরীক্ষাও৷ সূত্রের খবর, আগামী বছর মার্চ–এপ্রিল নাগাদ যদি বিধানসভা নির্বাচন হয়, তাহলে সেসব মিটলে জুন মাসে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা৷