২৪ মার্চ, ২০২৩
সম্পাদকীয়

সুভাষচন্দ্র বসু: ভারতীয় আবেগের অপর এক নাম!

নেতাজি মানেই আবেগ, নেতাজি মানেই সমস্ত বাধার বিরুদ্ধে সোচ্চার স্লোগান!
Netaji Subhash Chandra Bose Bengali News
নেতাজি সুভাষচন্দ্র বসু
rajkumar-giri
রাজকুমার গিরি
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ১৪:০২

রবীন্দ্রনাথ বলেছিলেন, "উদয়ের পথে শুনি কার বাণী/ ভয় নাই ওরে ভয় নাই,/ নিঃশেষে প্রাণ যে করিবে দান/ ক্ষয় নাই তার ক্ষয় নাই।" ভারতবর্ষকে কেবল প্রত্যাশাহীন ভালোবেসে ছিলেন যিনি, তিনি নির্দ্বিধায় সুভাষচন্দ্র। মা যেভাবে সন্তানকে ভালোবাসেন, ঠিক তেমনি দেশমাতৃকার প্রতি এমন ভালোবাসা হয়তো দ্বিতীয় কোন ব্যক্তির নেই। 'নিঃশেষে' ভালোবাসতে ক'জন পারে!

মানুষের কত পরিচয়। নিজের পরিচয় জানান দিতে কত মানুষের কত প্রচেষ্টা! অর্থ, সম্পদ, প্রতিপত্তি পূরণে মানুষের কত-না ছল-চাতুরী। আর সুভাষচন্দ্রের কেবল একটাই পরিচয়, তিনি 'নেতাজি'। জাত, ধর্ম, বর্ণ, দেশের সীমারেখা ছাড়িয়ে স্বতন্ত্র এক প্রতিভা। তাঁর জন্ম ইতিহাস, ব্যক্তিজীবন, রাজনৈতিক কর্মকান্ডের মূল্যায়ন কেবল একটি শব্দে, তিনি 'নেতাজি'!

নেতাজি আবেগের অপর এক নাম। যাঁর নাম শুনলে আজও মানুষের গায়ে কাঁটা দেয়, যাঁর একটা হাঁক আজও লক্ষ মানুষকে ঘর থেকে বাইরে আনে। দুই পরস্পর বিরোধী শত্রুও যাঁর কথাতে একইরকম রোমাঞ্চ অনুভব করেন, কিংবা দীর্ঘদিনের বাক্-বিতণ্ডা ভুলে একে-অপরের গলা জড়িয়ে ধরেন, তিনিই নেতাজি। যেদেশে আজও হিন্দু-মুসলিম বন্ধু হতে পারেনি, যেদেশে আজও কোন কৃষকের চরণস্পর্শ করেনি কোন জোতদার, সেখানেও যাঁর কথায় সমস্ত বাক্যবাণ রুদ্ধ হয়ে যায়, তিনিই নেতাজি।

নেতাজি কী করেছিলেন? এককথায় বললে এই মরা জাতির জীবনে প্রাণ সঞ্চার করেছিলেন। যাঁরা রোজ একটু একটু করে মরে যাচ্ছিলেন, তাঁদের প্রাণে নতুন করে বাঁচার প্রেরণা দিয়েছিলেন তিনি। যাঁর কথায় লক্ষ, কোটি মানুষ প্রাণ দিতেও দু-বার ভাববেন না, তিনিই নেতাজি। ভারতের ইতিহাসে অসংখ্য নেতা এসেছেন, নানা কর্মকান্ড করেছেন, কিন্তু দ্বিতীয় কোন নেতাজির হয়তো জন্ম হবে না। নেতাজি কোন নাম নয়, নেতাজি একটা সত্তা। আমাদের প্রতিদিন একটু একটু করে মরে যাওয়া প্রাণে যিনি জলবর্ষণ করেন, তিনিই সুভাষচন্দ্র। উদ্দেশ্যহীন পথ হেঁটেও যাঁর কথায় ক্লান্ত হয় না মানুষ, তিনিই নেতাজি সুভাষচন্দ্র বসু।

নেতাজি মানেই স্পর্ধা। ব্রিটিশদের দৌরাত্ম্যের যুগেও যিনি নিজের জ্ঞান, প্রতিভা, মনন দিয়ে মানুষের হৃদয় জয় করেছিলেন তিনিই নেতাজি। ভারতের রাজনৈতিক ইতিহাসে নেতাজির ভূমিকা ইতিহাস সচেতন মানুষের কাছে সর্বজনগ্রাহ্য। দেশের সার্বিক বিকাশে বহু মানুষের প্রভাব তো আছেই, কিন্তু একজনের চিন্তা-চেতনায় মানুষ আজও পরিপূর্ণ আস্থা রাখেন, তিনিই সুভাষচন্দ্র। সুভাষচন্দ্র কেবল একটা নাম নয়, সুভাষচন্দ্র একটা জাতির, একটা দেশের গৌরব, একটা দেশের শক্তি। এই একটা নাম-মাহাত্ম্যই যথেষ্ট লক্ষ-কোটি মানুষের হৃদয়ে প্রাণ সঞ্চার করতে।

১২৫ বছর আগে জন্মেছিলেন, কিন্তু ভারতীয় সভ্যতায় কয়েক শত বছরেও যাঁর নাম অক্ষয় হয়ে থাকবে। তিনি নারী-পুরুষের মধ্যে সীমাহীন কর্মশক্তি দেখেছিলেন, তিনি দেশের যুব শক্তিকে নতুন এক দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। বিদেশী আধিপত্য-বর্জিত এক নতুন সমাজ গড়ার ডাক দিয়েছিলেন। সুভাষচন্দ্র তাই কেবল একটা নাম নয়, সুভাষচন্দ্র এই দেশেরই নামান্তর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২২ মার্চ

প্যারিসে জন্মদিন জমজমাট! খোশ মেজাজে অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী

Mimi Chakraborty bddy family
১৫ মার্চ

জান খানের সঙ্গে জুটি বেঁধে, দর্শকদের একটি মিষ্টি প্রেমের গান উপহার দিলেন তুলসী কুমার

Tulsi zaan
২৩ ফেব্রুয়ারি

রানী মুখার্জী অভিনীত অসীমা চিব্বরের 'মিসেস চ্যাটার্জী vs নরওয়ে' ছবিটি হয়ে উঠবে সাংস্কৃতিক বৈষম্যের দলিল

Rani Mukherjee 4
২২ ফেব্রুয়ারি

রক্ষনশীল পরিবারের গৃহবধূ থেকে, মানসিক ভারসাম্যহীনার চরিত্র, অদম্য অপরাজিতা আঢ্যর কেরিয়ারের গ্রাফ

Aparajita bddy
২৬ জানুয়ারি

ভারতের ৭৪ তম প্রজাতন্ত্র দিবসে , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হবেন মিশরের রাষ্ট্রপতি

Indian national flag
১৮ নভেম্বর

আগামী ২ ডিসেম্বর মুক্তি পাবে মিমি চক্রবর্তী অভিনীত 'খেলা যখন'

Mimi Chakraborty bddy family
১ নভেম্বর

সামান্য রেস্তোঁরায় কর্মরত থেকে আজ বিশ্বের বৃহত্তম মানব-সৃষ্ট বদ্বীপের মালিক বলিউডের 'বাদশা' শাহরুখ খান

Shah Rukh Khan
১৩ অক্টোবর

আগামী ২১ অক্টোবর থেকে ২৫ অক্টোবর, আলোতে এবং ভালোতে ভরে উঠবে পরিবেশ

Diya
৫ সেপ্টেম্বর

২৬ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবসই হোক জাতীয় শিক্ষক দিবস, দাবি বাংলাপক্ষের

Teachers' Day Sarvepalli Radhakrishnan
৩ সেপ্টেম্বর

তিনিই মহানায়ক, নারী মনোহরণের ব্রান্ড অ্যাম্বাস্যাডার উত্তমকুমার

Uttam kumar 3
২৬ আগস্ট

৭৫ শতাংশ রেটিং নিয়ে বিশ্ব নেতাদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে শীর্ষে নরেন্দ্র মোদী

Narendra Modi
২১ আগস্ট

বাঙালী হুল্লোড় প্রিয়। হুল্লোড় আর আমোদে বাঁচতে ভালোবাসে সে। কিন্তু তা বলে সত্যকে দূরে রেখে, শুধু হুজুগে মেতে থাকা আর কতদিন!

Absolute Barbecues Kolkata
১৫ আগস্ট

আগামী ২৫ বছরের পরিকল্পনা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

Narendra Modi independence day red fort
১৩ আগস্ট

"তোমার ভালো থাকা ও বেঁচে থাকাটা বড়ই দরকার আমাদের সাত প্রাণের...." বিশ্বনাথ বসু

Biswanath Bosu with mother