বাংলার নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বারবার হিন্দুত্ববাদের অভিযোগ এনেছেন বিভিন্ন রাজনৈতিক দল। প্রথম দফা ভোট প্রচারের শেষ লগ্নে ২১০ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের তেখালী বাজার সংলগ্ন বিজেপির সভায় তেমনই জ্বালাময়ী বক্তব্য শোনা গেল বিজেপি নেতৃত্ববৃন্দের গলায় বলে সূত্রে খবর। এদিনের জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের একাংশ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি নেতা জয়প্রকাশ নারায়ণ সহ অন্যান্য নেতৃত্বগণ। এদিনের সভায় প্রত্যেকের গলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের বিরোধিতা শোনা গেল। নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর স্পষ্ট বক্তব্য ছিল আর পাঁচ সময় পেলে উনি সোনার বাংলা গড়ে দেবেন বলে সূত্রে খবর।
অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গলায় পশ্চিমবঙ্গের ইতিহাস, সংস্কৃতির কথা উঠে এসেছে। উনি এ বাংলাকে শ্রীচৈতন্যদেব এবং স্বামী বিবেকানন্দের বাংলা বলে উল্লেখ করেছেন। এই বাংলা স্বাধীনতা আন্দোলনে বিশেষ ভূমিকা নিয়েছিল বলে যোগী আদিত্যনাথ উল্লেখ করেছেন। এর পাশাপাশি আজকের বাংলা অবনতির বাংলা। এখানে শিক্ষা নেই, শিল্প নেই, নারীদের সম্মান নেই বলতে শোনা গেছে যোগী আদিত্যনাথের ভাষণে।
বাংলার নির্বাচন যতই এগিয়ে এসেছে, ততই কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় আসছেন। কেন্দ্রের প্রথম সারির কয়েকজন বিজেপি নেতৃত্ব বাংলায় বারবার এসেছেন। এ নিয়ে অন্যান্য রাজনৈতিক দল গুলির কটাক্ষের শেষ নেই। যোগী আদিত্যনাথের এদিনের সভা তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল বলে রাজনৈতিক পর্যবেক্ষক একাংশের মত।