একুশে বাংলা বিধানসভা নির্বাচনের তৃতীয় দফা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবার বাকি ৫দফার নির্বাচনের জন্য রাজ্যের সমস্ত রাজনৈতিক দল পূর্ণ উদ্যমে ভোটপ্রচার করছে। এরই মধ্যে বিজেপি বারংবার তাদের কেন্দ্রীয় নেতাদের বাংলায় এনে প্রচার করাচ্ছেন। আজ হুগলি জেলার চাঁপদানি বিধানসভা কেন্দ্রে গেরুয়া সৈনিক দিলীপ সিং এর সমর্থনে জনসভায় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি এদিন জনসভায় দাঁড়িয়ে বিজেপি জিতলে বাংলার মেয়েদের কি কি উন্নয়ন হবে, তার খতিয়ান দিয়েছেন।
জনসভায় দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ বলেছেন, "বাংলায় বিজেপি সরকার জিতলে মেয়েদের পড়াশোনার জন্য কেজি থেকে পিজি পর্যন্ত কোন খরচা করতে হবে না। মেয়েদের পরিবহন খরচ সম্পূর্ণ বিনামূল্যে।" এছাড়াও তিনি জানিয়েছেন বিজেপি জিতলে বাংলায় তৈরি হবে "অ্যান্টি রোমিও স্কোয়াড"। বলেছেন, বাচ্চা মেয়েদের স্কুলের সামনে যে সব গুন্ডারা ঘুরে বেড়ায়, তাদের সুরক্ষার জন্য স্কুলের বাইরে ঘুরবে "অ্যান্টি রোমিও স্কোয়াড"। এছাড়া দিন জনসভা থেকে বিজেপির গুনোগান করে যোগী আদিত্যনাথ বলেছেন, "আমরা যা বলি তাই করি। বিরোধীদের শত বাধা সত্ত্বেও রাম মন্দির তৈরি করেছে মোদীজি। কাশ্মীরের আতঙ্কবাদ মেটানোর প্রতিশ্রুতি নিয়ে তার দায়িত্ব পালন করেছে বিজেপি।"