গত কয়েকদিন বৃষ্টিতে ভেসেছে বহু জেলা। বন্যার কবলিত বহু গ্রাম। এদিন আকাশপথে বন্যা কবলিত স্থান পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই গিয়েও ডিভিসিকেই দায়ী করে মুখ্যমন্ত্রীর বক্তব্য, "একদিন আসবে এমন যে ডিভিসির থেকে আমাদের ক্ষতিপূরণ চাইতে হতে পারে। মানুষের তো ক্ষতি হচ্ছে। একবার বাড়ি সারাচ্ছেন, আবার ভেঙে যাচ্ছে, আবার সারাচ্ছেন, আবার ভেঙে যাচ্ছে। কতবার করে করবেন?"
তবে মুখ্যমন্ত্রীর পরিদর্শনের পরেই ক্ষোভ উগড়ে দিল বিজেপি। দুর্গতের ত্রাণ না দেওয়ার অভিযোগ তুলে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, "রাজ্য সরকারের কাছ থেকে লিখিত অনুমতি নিয়েই ডিভিসি জল ছেড়েছিল। কিন্তু নিকাশি ব্যবস্থার সমস্যার জেরেই এলাকা জলমগ্ন হয়ে যায়।"
অগ্নিমিত্রা পাল আরও বলেন, "রাজ্য সরকার থেকে কোনও সহায়তা মিলছে না। আজকে আমরা ত্রাণ দিচ্ছি নিজেদের টাকা দিয়ে। তৃণমূলের যাদের দোতলা, তিনতলা বাড়ি তারা আবাস যোজনার ঘর পাচ্ছেন। অথচ প্রকৃত গরিব মানুষ এই যোজনার সুবিধা পাচ্ছেন না। ওপর থেকে হেলিকপ্টার থেকে বন্যা দেখে কী লাভ হবে? বিধায়কের হাতে ত্রাণের টাকা দিন। হাত জোড় করে অনুরোধ করছি। মন্ত্রী এসে কী হবে? স্রেফ রাজনীতি করছেন। মুখ্যমন্ত্রী হওয়ার আশায় এতটাই ব্যস্ত যে তিনি দুর্গতদের ভুলে গিয়েছেন। শুধু রাজনীতি করছেন।"
অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষের সুরে বলেন, "জলে দাঁড়িয়ে ফোটোশ্যুট করতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারকে জানিয়েই জল ছেড়েছে ডিভিসি। এখন মমতা বলছেন কিছুই জানতেন না।"
অন্যদিকে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বলেন, "ছবি তুলতেই বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন মমতা। বন্যা ঠেকাতে কী পদক্ষেপ করেছেন? বৃষ্টি তো হবেই, জল তো আসবেই নদী দিয়ে, কেউ তো জল কেটে বাড়িতে ঢুকিয়ে দিচ্ছে না, বৃষ্টি আর জল বৃদ্ধি হলে কি সমাধান, কিচ্ছু করেননি। টাকা আসছে, কোনও কাজ করেননি, শুধু কেন্দ্রের উপর দোষ দিচ্ছেন।"