(West Bengal Weather Update) রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, আজ বিকেলের আবহাওয়ার (Weather Update) রিপোর্টে এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। বলাবাহুল্য, আজ সকাল থেকেই মুখ ভার আকাশের। কখনও মাঝারি বৃষ্টিপাত, আবার কখনও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির মুখ দেখছে দক্ষিণবঙ্গ। শেষ ৩-৪ দিন ধরে এমনই পরিস্থিতি কলকাতা সহ দক্ষিণবঙ্গে। শুধু দক্ষিণবঙ্গ নয়। উত্তরবঙ্গের চার জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, একটি মৌসুমী অক্ষরেখা বহরমপুর হয়ে ইম্ফল পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই দু’য়ের প্রভাবেই রাজ্যে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। সপ্তাহভর বৃষ্টিও এই কারণেই।
হাওয়া অফিস জানিয়েছে আপতত এমনটাই থাকবে আবহাওয়া। চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।অন্যদিকে, হাওয়া অফিস সূত্রে খবর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। গোটা সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গ জুড়ে চলবে ভারী বৃষ্টি।