আবার রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো "লাস্ট ওয়ার্নিং" দিলেন তিনি। রবিবার সন্ধ্যায় পুলিশি হেফাজতে অসুস্থ হয়ে মৃত বিজেপি কর্মী মদন ঘোড়ুইয়ের পরিবারকে নিয়ে রাজ্যপালের সাথে দেখা করতে যান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এই সাক্ষাতের পরেই রাজ্যপাল বলেন, "আমি মুখ্যমন্ত্রীকে সংবিধান মেনে চলতে বলছি। আর আমি রাজ্যে এসেছি সংবিধান রক্ষার জন্যই। আমাকে ট্রোল করে থামিয়ে দেওয়া যাবে না।" পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা অবস্থা ভেঙে পড়েছে দাবি করে রাজ্যপাল বলেন, এটাই তিনি শেষবার সাবধান করলেন রাজ্যকে। এরপরেও অবস্থার উন্নতি না হলে যে কোনো সিদ্ধান্তের দিকে যেতে হতে পারে তাঁকে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার সম্ভাবনা উস্কে দিয়েছিলেন। রাজ্যের বিরোধী দল এবং রাজ্যপাল যদি কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসন দাবি করে তাহলে সেই দাবি মেনে নেওয়া হতে পারে বলে বলেছিলেন অমিত শাহ। ঠিক পরের দিনই রাজ্যপালের এই কথা যে রাজ্যকে চিন্তায় রাখবে তা বলার অপেক্ষা রাখে না।