৩০ সেপ্টেম্বর, ২০২৩
রাজ্য

গভীর নিম্নচাপের জেরে প্রবল বিপদের মুখে পশ্চিমবঙ্গ, কি ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন?

প্রবল দুর্যোগের আশঙ্কা করে কড়া ব্যবস্থা গ্রহণ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার
Rainy weather Bengali News
"গগনে গরজে মেঘ ঘন বরষা" নিজস্ব চিত্র
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২১ ১৯:১৮

রবিবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টিপাত।বাংলার একাধিক জায়গায় বর্তমানে প্লাবন দেখা দিয়েছে। দুর্গাপুজোর দশমীর দিন থেকেই বৃষ্টিপাত হালকা হালকা শুরু হয়েছিল। তার মধ্যে সোমবার এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়েছে। এই পরিস্থিতিতে গভীর নিম্নচাপের জেরে আগামী তিন দিন প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য আরো আঁটোসাঁটো ব্যবস্থা গ্রহণ করছে রাজ্য প্রশাসন।

নদী এবং সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বর্ষণের কারণে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলার একাধিক অঞ্চল যেমন ক্যানিং, বাসন্তী এবং গোসাবা সহ বিভিন্ন অঞ্চলে এবং নদী তীরবর্তী এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতামূলক প্রচার করা হচ্ছে। মৎস্যজীবীদের বর্তমানে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে সমস্ত মৎস্যজীবী এখন গভীর সমুদ্রে রয়েছেন তাদেরকে দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তার সাথে সাথেই সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রশাসনের পক্ষ থেকে একাধিক সতর্কতামূলক প্রচার করা হচ্ছে। নিচু এলাকার বাসিন্দাদের অপেক্ষাকৃত অংশ এলাকায় নিয়ে আসার চেষ্টা করছেন উদ্ধারকারী দলের প্রতিনিধিরা।

পূর্ব মেদিনীপুরের শংকরপুর, তাজপুর, মন্দারমনির মতো বিভিন্ন নিচু জায়গাগুলো থেকে সাধারণ মানুষকে সরিয়ে অপেক্ষাকৃত উঁচু জায়গা যেমন রামনগর এবং খেজুরি এলাকায় নিয়ে যাবার সম্পূর্ণ পরিকল্পনা তৈরি করা হচ্ছে। রামনগর এবং খেজুরি এলাকার তিনটি ব্লকে কন্ট্রোল রুম করা হয়েছে। পঞ্চায়েতের তরফ থেকে বিভিন্ন এলাকায় ত্রিপল এবং শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। বিকেলের পর সমুদ্রের ধারে কাছে থাকতে দেওয়া হচ্ছেনা পর্যটকদের। সারাদিন মাইকিং করা হচ্ছে। সতর্কবার্তা দেওয়া হচ্ছে সমুদ্র উপকূল এর আশেপাশে থাকা মানুষদের। অন্যদিকে, পটাশপুর, ভগবানপুর এবং এগরার মতো বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল আগের অতিবৃষ্টিতে। এখন সেই সমস্ত এলাকায় জল নেমে গেলেও, আবারো পরিস্থিতি খারাপ হবার সম্ভাবনা আছে। নতুন করে বৃষ্টিতে যদি আবার ওই এলাকা প্লাবিত হয় তাহলে আর বিপদের মুখে পড়বে রাজ্য প্রশাসন। এই কারণেই বন্যার্তদের পুনরায় উঁচু জায়গায় নিয়ে যাবার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ত্রিপল এবং শুকনো খাবার ও পানীয় জলের ব্যবস্থা করছে রাজ্য প্রশাসন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৩১ আগস্ট

অভিযুক্ত সুশান্তকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষনা করলেন বিচারক সন্তোষকুমার পাঠক

Susanta Sutapa berhampore
৩১ আগস্ট

রাখি বন্ধনের দিন ‘জলসা’য় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী

Mamata Amitabh house
২৮ আগস্ট

পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে বিস্ফোরণ স্থল ঘুরে দেখেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

fire bomb blast explosion night
২২ আগস্ট

পুরোহিতদেরও মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে

Mamata Banerjee smilee
৪ আগস্ট

নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে

kolkata municipality
২২ জুলাই

বিজেপিকে মহিলারাই দেশ থেকে বের করে দেবে : মুখ্যমন্ত্রী

Mamata Banerjee rain
১৩ জুলাই

২ লক্ষ টাকা ক্ষতিপূরণের অঙ্ক হতে পারে না, কমপক্ষে ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে : তোপ শুভেন্দু অধিকারীর

Mamata Banerjee smilee
১১ জুলাই

খুন সংঘর্ষ, গা জোয়ারি কিছুই বাদ নেই : রাজ্যপাল

madan mitra 2
৫ জুলাই

বৃষ্টিপাত হলেও বজায় থাকবে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি

Rain taxi kolkata
২৯ জুন

আগামীকাল ইডির দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে

Saayoni tmc
২৪ জুন

মঙ্গলবার জলপাইগুড়ির মালবাজারে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee smilee
৩১ মে

১৫ জুন থেকে রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলগুলি খুলবে বলে জানান মুখ্যমন্ত্রী

Junior school student