সম্প্রতি রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্সের অভিযানে শিলিগুড়ি থেকে উদ্ধার হলো প্রায় ১৮ লক্ষ টাকা এবং হেরোইন। পাশাপাশি, ফুলবাড়ি থেকে গ্রেফতার করা হল ভিন রাজ্যের দুই যুবককে। ওই দুই যুবকের জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গিয়েছে এবং পুলিশ মনে করছে, ওদের দুজনের সাথে এটিএম জালিয়াতি চক্রের যোগ রয়েছে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সফরে এসে নির্বাচন কমিশনার সুনিল আরোরা কড়া বার্তা দিয়ে গিয়েছেন। তিনি ঘোষণা করে গিয়েছেন, এবছর হিংসামুক্ত ভোট করানোর জন্য নির্বাচন কমিশন সমস্ত রকম চ্যালেঞ্জ নিতে চলেছে। এই পরিস্থিতিতে টাকা এবং হেরোইন উদ্ধার হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয় বলে মনে করছেন ওয়াকিবহালরা।
শিলিগুড়ি ইসকন মন্দির এবং শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ীতে অভিযান চালিয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স উদ্ধার করেছে প্রায় ২০ লক্ষ টাকা এবং লক্ষাধিক টাকার হেরোইন। সেখান থেকে একটি গাড়িও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। টাস্কফোর্স জানিয়েছে, সম্প্রতি মুর্শিদাবাদের জঙ্গিপুরে তল্লাশি চালিয়ে মাদক কারবারের হদিস মিলেছিল। সেখান থেকে জানা গিয়েছিল শিলিগুড়ি ইসকন মন্দির এলাকাতে ৩ জন বাড়ি ভাড়া নিয়ে এই ব্যবসা চালাচ্ছে। সেইমতো সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ ১৮ লক্ষ টাকা উদ্ধার করে। যদিও সেই তিনজন যুবক পলাতক। সাথেই, ফুলবাড়ি থেকে হরিয়ানা এবং দিল্লির বাসিন্দা দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ৫৪টি এটিএম কার্ড উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ধৃত যুবকদের সাথে এটিএম জালিয়াতি চক্রের যোগ রয়েছে।