মতুয়া সম্প্রদায়ের তরফে আমন্ত্রণ পেয়েও, তাতে শেষমেশ যেতে পারলেন না রাজ্যপাল জগদীপ ধনকড়। শুক্রবার ঠাকুরনগরের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন তিনি এবং তাঁর স্ত্রী সুদেশ ধনকড়। কিন্তু মাঝপথ থেকেই বাধ্য হয়ে কলকাতা ফিরে আসতে হয় তাঁদের।
মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে প্রতিবারের মতো এবারও ঠাকুরনগরে বারুণী মেলা আয়োজিত হয়েছে। সেখানে উপস্থিত থাকতে রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সেই আমন্ত্রণ গ্রহণও করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেই মতোই আজ শুক্রবার সকালে রওনা হয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎই মাঝপথ থেকে ফিরে আসতে হয় তাঁকে। প্রথমে শোনা গিয়েছিল, ব্যক্তিগত কারণেই নাকি ফিরে এসেছেন তিনি। কিন্তু সূত্রের খবর, আচমকা অসুস্থ বোধ করেন রাজ্যপাল। তাই কোনো ঝুঁকি না নিয়ে রাজভবনে ফেরেন তিনি।
অন্যদিকে, রাজ্যপালের সফরের দু’দিন আগেই উত্তপ্ত হয়ে ওঠে বারাসত এলাকা। জানা গিয়েছে, গত বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থেকে বাসে করে একজন পুণ্যর্থী ঠাকুরনগরের বারুণী মেলায় যোগ দিতে যাচ্ছিলেন। বারাসতের কাছে বাস থামিয়ে হামলা চালায় দুস্কৃতীরা। আহত দু’ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাসত জেলা হাসপাতালে। একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, আরেকজনকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বর্তমানে।