সব জল্পনার অবসান, অবশেষে বঙ্গ রাজনীতিতে প্রকাশ্যে এল ভোটের দিনক্ষণ। এদিন শুক্রবার সন্ধ্যায় দিল্লির বিজ্ঞান ভবনে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। জানা যাচ্ছে, ২৭ মার্চ থেকে মোট ৮ দফায় নির্বাচন শুরু হবে পশ্চিমবঙ্গে। এবং ফলাফল ঘোষণা ২মে। নির্বাচনে ভোটদান করবেন প্রায় ১৮ কোটি মানুষ।
এদিন নির্বাচন কমিশন জানিয়েছে, ২৭মার্চ প্রথম দফায় ৩০টি আসনে নির্বাচন রাজ্যে। পয়লা এপ্রিল থেকে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ৩০টি আসনে। ৬এপ্রিল তৃতীয় দফায় ৩১টি আসনে ভোটগ্রহণ এবং চতুর্থ দফায় ১০এপ্রিল ভোটগ্রহণ ৪৪টি আসনে, এরপর ১৭এপ্রিল পঞ্চম দফায় ভোটগ্রহণ ৪৫টি আসনে। পরবর্তীতে ২২এপ্রিল ষষ্ঠ দফায় ভোটগ্রহণ হবে ৪৩টি আসনে। সপ্তম দফায় ২৬এপ্রিল ৩৬টি আসনে ভোটগ্রহণ হবে। অষ্টম দফায় ভোটগ্রহণ ২৯ এপ্রিল, এবং শেষ দফায় ৩৫টি আসনে ভোটগ্রহণ। এছাড়াও, পুদুচেরিতে ভোট ৬ এপ্রিল। তামিলনাড়ুতেও ৬ এপ্রিল ভোট। কেরলে ১ দফায় ভোট। নির্বাচন ৬ এপ্রিল।
এছাড়াও নির্বাচন কমিশন জানিয়েছেন, "নির্বাচনের জন্য বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলে ৫ জনের বেশী মানুষ একত্রিত হতে পারবেন না। সামাজিক দূরত্ববিধি ও সর্তকতা মেনে পথসভার আয়োজন করতে হবে। সিসিটিভি নজরদারিতে ভোটদান ভোটকেন্দ্রগুলিতে, সংবেদনশীল কেন্দ্রগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে।" পাশাপাশি আরও খবর মিলেছে, বাংলায় দুই বিশেষ পর্যবেক্ষক পাঠানো হচ্ছে, বিবেক দুবে এবং মৃণালকান্তি দাস।