টিকিট না পেয়েই 'অপমানিত' নেতা নেত্রীগণ ঘাসফুলকে বিদায় জানিয়ে অবশেষে পদ্মফুলে পা রাখলেন পদ্মশিবিরে। কাজেই মালদহ জেলা পরিষদ হাতছাড়া হল তৃণমূল কংগ্রেসের, দাবি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
উল্লেখ্য, মালদায় শুভেন্দু অধিকারীর সাথে তৃণমূলে থাকা প্রায় সকলেই এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং মুকুল রায়ের তত্ত্বাবধানে যোগ দেন বিজেপিতে। কাজেই, সোমবার হেস্টিংসে বিজেপির নির্বাচনী জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলের হাতে পদ্ম পতাকা তুলে দিতেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দাবি, মালদহ জেলা পরিষদ হাতছাড়া হল তৃণমূল কংগ্রেসের। পঞ্চায়েত আইন অনুযায়ী দলবদলের চিঠি জেলাশাসককে দিয়েছেন তাঁরা। মালদহে জেলা পরিষদে বিজেপির সদস্য সংখ্যা হল ২৩। মালদহ জেলা পরিষদে মোট আসন সংখ্যা ৩৮। সেখানে তৃণমূলের সদস্য ছিল ৩১। বিজেপি ও কংগ্রেসের যথাক্রমে ৫ ও ২ জন সদস্য। পূর্বে দু'জন যোগদান করায় নয়জন ছিল, এরপর এদিন ১৪ জন যোগদান করায় সেটাই বেড়ে হল ২৩। ফলে অনায়াসেই সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি।
প্রসঙ্গত, এই প্রথম রাজ্যের কোনও জেলা পরিষদের ক্ষমতায় এল বিজেপি। কারণ, জেলা পরিষদের সভাধিপতি-সহ আরও ১৪ জন সদস্য এদিন বিজেপিতে এলেন।