গত ২ রা জুন একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল ২৮শে জুন থেকে খুলে যাচ্ছে বিশ্বভারতীর ক্যাম্পাস। অন্তিম সেমিস্টারের পড়ুয়াদের ১লা জুলাই এর মধ্যে ক্যাম্পাসে ফিরতে বলা হয় এবং ২২শে জুলাই থেকে শুরু হবে অন্তিম সেমিস্টার তা জানানো হয়।
একইসঙ্গে পাঠভবন এবং শিক্ষাসত্রের মাধ্যমিক পরীক্ষার্থীদের ও ১লা জুলাই এর মধ্যে ক্যাম্পাসে ফিরতে বলা হয় এবং ১০ই জুলাই থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথাও ঘোষণা করা হয়। যদিও প্রয়োজনে এই সুচি বদল এর কথা উল্লেখ করা হয়েছিল।
সোমবার সন্ধ্যায় নিজস্ব ওয়েবসাইটে ক্যাম্পাস আপাতত না খোলার সিদ্ধান্ত বিজ্ঞপ্তিতে জানায় বিশ্বভারতী কর্তৃপক্ষ।
বিশ্বভারতীর ছাত্রছাত্রী এবং অধ্যাপকদের একটি বড় অংশ ২রা জুনের বিজ্ঞপ্তি আসার পরেই বিরোধিতা করেছিলেন। অধ্যাপক এবং পড়ুয়াদের তরফ থেকে এ বিষয়ে বিকল্প পরীক্ষা পদ্ধতির সম্ভাবনার কথা উল্লেখ করা হলেও এদিনের বিজ্ঞপ্তিতে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি। পরিস্থিতির ভয়াবহতা কে স্বীকার করে নিয়ে আপাতত ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিশ্বভারতীর পড়ুয়ারাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।