ভোটে দাঁড়াতে চান? বিধায়ক কিংবা তারও বড় কিছু হওয়ার স্বপ্ন আছে মনে অথচ সক্রিয় রাজনীতির সঙ্গে যোগাযোগ নেই? আপনার স্বপ্ন পূরণ করতে আসরে নেমেছে বিজেপি৷
কল্পনা নয়, সত্যি৷ সোমবার বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বিধানসভা ভোটে দলের প্রার্থী হিসাবে রাজ্যের ২৯৪টি আসনের যে কোনও একটি থেকে যে কেউ লড়াই করতে পারবেন৷ শুধু নিজের বিস্তারিত পরিচয় দিয়ে একটি আবেদনপত্র জমা দিতে হবে মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দপ্তরে রাখা ড্রপ বক্সে৷ যথেষ্ট সংখ্যায় আবেদনপত্র জমা পড়লে সেগুলি বাছাই করে পাঠানো হবে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে৷ সেখান থেকেই মিলবে চূড়ান্ত অনুমোদন৷
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানিয়েছেন, বহু মানুষই সক্রিয় রাজনীতি করেন না, অথচ ভোটে দাঁড়াতে চান, তাই বিজেপির এ হেন উদ্যোগ৷ গত লোকসভা ভোটেও ড্রপ বক্সের ব্যবস্থা করেছিল বিজেপি, যদিও তা থেকে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি৷
সোমবার থেকেই আবেদনপত্র নেওয়ার কাজ শুরু হয়ে গেছে বিজেপির রাজ্য দপ্তরে৷ ফলে আর দেরি কেন! রাজনীতির জগতে না–ই বা থাকল আপনার যাতায়াত, না–ই বা লড়লেন মানুষের দাবি–দাওয়া নিয়ে, বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর সুযোগ এখন একেবারে হাতের কাছে৷