নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মৃত্যু দুই শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুজন। ঘটনার কেন্দ্রস্থল পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুর।
সুত্রের খবর, দাসপুরের রবিদাসপুর গ্রামে বাড়ি নির্মাণ হচ্ছিল সহদেব দাস নামে এক ব্যক্তির। নির্মীয়মাণ বাড়িতে মাস তিনের আগেই সেপটিক ট্যাঙ্কটি তৈরি করেন সহদেববাবু। শনিবার দুপুরে সেই ট্যাঙ্ক পরিষ্কার করতে নামেন দুই শ্রমিক। কিন্তু ভিতরের বিষাক্ত গ্যাসে প্রবল শ্বাসকষ্ট শুরু হয় দুই শ্রমিকের। কিছুক্ষনের মধ্যেই ট্যাঙ্কের ভিতরেই জ্ঞান হারান তাঁরা। এদিকে বেশ কিছুক্ষন সময় কেটে যাওয়ার পরেও তাঁদের সাড়া না পেয়ে ট্যাঙ্কের ভিতরে নামেন আরও দুজন। কিন্তু তাঁদের সাথেও একই পরিণতি হয়।
শেষমেশ এলাকারই বাসিন্দা যুবক অরূপ কাপার উদ্ধারকার্যে এগিয়ে আসেন। কোমরে দড়ি বেঁধে বেশ খানিকটা নিচে নামলেও বিষাক্ত গ্যাসের কারনে বেশি নিচে নামতে পারেননি তিনি। তবে ভিতরে চার জনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করে প্রতিবেশীদের জড়ো করেন অরূপবাবু। ট্যাঙ্ক ফাটিয়ে চারজনকে উদ্ধার করেন তাঁরা। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চারজনের মধ্যে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অপর দুজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে।