ঘূর্ণিঝড় অশনি আতঙ্কের মাঝেই মন্দারমণিতে (Mandarmani) বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি দুই পর্যটকের। উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে বেঘোরে প্রাণ দিলেন দুই যুবক-যুবতী। প্রশাসনের নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার, আজও দিঘা, মন্দারমণিতে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো।
সূত্রের খবর, আটজন বন্ধু কলকাতা থেকে মন্দারমণি বেড়াতে গিয়েছিলেন। রবিবার পৌঁছায় তাঁদের দলবল। দুপুরের খাওয়া সেরে তাঁদের মধ্যে কয়েকজন প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও সমুদ্র-স্নানে নামেন। মুহূর্তের মধ্যেই তিনজন তলিয়ে যান। সেই সময় পুলিশ স্থানীয় প্রশাসন পর্যটকদের সতর্ক করতে মাইকিং করছিলেন। কর্তব্যরত নুলিয়ারা তৎক্ষণাৎ তাঁদের বাঁচাতে তৎপর হন। তিনজনকে উদ্ধার করে বালিসাইয়ের বড়রঙ্কুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে দু'জনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
মৃত দুই ব্যক্তির একজন স্বাধীন সরফরাজ (২৩) কলকাতার পার্ক সার্কাস এলাকার বাসিন্দা। অপরজন সৃষ্টি গুপ্তা (২২) ঝাড়খণ্ডের বাসিন্দা। সূত্রের খবর, ঢেউয়ের ধাক্কা সামলাতে না পেরে ক্রমশ সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। পরিস্থিতি আন্দাজ করে ফিরে আসার চেষ্টা করলেও আর সুযোগ ঘটেনি। তৎক্ষণাৎ কর্তব্যরত নুলিয়ারা স্পিড বোর্ড নিয়ে উদ্ধার কাজে নেমে পড়েন। যদিও দু'জনকে বাঁচানো সম্ভব হয়নি। একাংশ পর্যটকদের সতর্কতা নিয়ে প্রশ্ন তুলেছেন।