টার্গেট ছিল অস্ত্র পাচার করা, কিন্তু তার আগেই আন্তঃরাজ্য দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করে ফেলল কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল এবং সিউড়ি পুলিশের একটি বিশেষ দল। ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে এই দুজন দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ। আটক করার সময় এই দুজনের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং এক বস্তা বোমা তৈরি করার উপকরণ পাওয়া গিয়েছে বলে পুলিশ কর্তারা জানিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, এই অস্ত্র আসছিল ঝাড়খন্ড থেকে। ঝারখন থেকে এই অস্ত্র লরিতে করে পাচার করা হচ্ছিলো।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হামলা চালায়। সিউড়ির কাছে গিয়ে লরি আটকে ওই দুইজনকে গ্রেফতার করা হয় পুলিশের তরফ থেকে। জানা যায়, তারা বিহার, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের মধ্যে বেআইনি অস্ত্র চোরাচালান করতেন। বিহারের মুঙ্গের জেলা থেকে অস্ত্র নিয়ে ঝাড়খন্ড অতিক্রম করে বাংলায় প্রবেশ করছেন। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের তৎপরতায় এই দুইজন অস্ত্র চোরাচালানকারীকে গ্রেফতার হওয়ায় বড়ো সাফল্য হিসাবে দেখছে বীরভূম পুলিশ।