জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া নয়াবাজ এলাকা থেকে দু’জন বাংলাদেশিকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধৃতদের নাম মহম্মদ সুমন এবং মহম্মদ মনির। এদের সাহায্য করার অভিযোগে গ্রেফতার আরও দু'জন। তাঁরা ভারতীয়। জঙ্গি সন্দেহে ধৃতদের কাছ থেকে জাল আধার কার্ড, ভোটার কার্ড ও পাসপোর্ট উদ্ধার করেছে হাওড়া সিটি পুলিশ।
সূত্রের খবর, মাসখানেক আগে রিপন নামে এক দালালের মাধ্যমে ত্রিপুরা দিয়ে ভারতে প্রবেশ করে মহম্মদ সুমন এবং মহম্মদ মনির। হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া নয়াবাজ এলাকায় ভাড়া ছিলেন দু'জনে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
বলাবাহুল্য, এর আগে এই এলাকা থেকেই বাংলাদেশি মুজাহিদিন জঙ্গিকে গ্রেফতার করে এসটিএফ। অপর এক জঙ্গিও ওই এলাকাতেই লুকিয়ে ছিল। আর এবার ফের ওই একই এলাকা থেকে পাকড়াও আরও দুই জঙ্গি। স্বাভাবিকভাবেই, একই এলাকা থেকে জঙ্গি গ্রেফতারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।
ওই এলাকার উপরে বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ। ধৃতদের দফায় দফা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দারা।