আরো একবার বিজেপির (BJP) পোস্টার নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এর আগে উত্তরপ্রদেশের (UP) যোগী আদিত্যনাথ এর একটি পোস্টারে উঠে এসেছিল পশ্চিমবঙ্গের মা উড়ালপুল (Maa Flyover)-এর ছবি। সেই সময় সেই ছবি ঘিরে নানান বিতর্ক দানা বেঁধেছিল। সেই রেশ কাটতে না কাটতেই আবারো পোস্টার বিভ্রাট বিজেপির অন্দরে। তবে এবারের রাজ্যটা উত্তর প্রদেশ নয়, ত্রিপুরা (Tripura)। সম্প্রতি ত্রিপুরা সরকারের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি ছবি টুইট করা হয়েছে যেখানে নীল রংয়ের বাস, হলুদ ট্যাক্সি, ট্রাম লাইন, বাস সব কিছুই চোখে পড়ছে। আদতে এই ছবিটি ত্রিপুরার কোন রাস্তায় নয়, বরং তোলা হয়েছে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত শিয়ালদহ উড়ালপুল থেকে। আর এই ছবি নিয়েই বর্তমানে শুরু হয়েছে বিস্তার বিতর্ক।
শহর কলকাতার এই ছবি ব্যবহার করে ত্রিপুরা সরকারের অফিসের টুইটার হ্যান্ডেল ফলাও করে বিজ্ঞাপন করেছে। তবে ছবি দেখেই পরিষ্কার হয়ে গিয়েছে, ব্যস্ত শিয়ালদহ উড়ালপুলের ছবি ব্যবহার করে ত্রিপুরা সরকার এই টুইট করেছে। কলকাতার মা উড়ালপুল এর ছবি নিয়ে যেভাবে পোস্টার তৈরি করে দিয়েছিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার, ঠিক সে রকম ভাবেই এবারে ব্যবহার করা হলো কলকাতার শিয়ালদার উড়ালপুল। বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন উঠছে এই ছবি ব্যবহার ঘিরে। এর আগে উত্তরাখণ্ড সরকার পশ্চিমবঙ্গের অন্ডাল বিমানবন্দরের ছবি ব্যবহার করেছিল। তবে এবারে একদম ত্রিপুরা সরকারের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছে, যা নিয়ে বিতর্ক আরো বেশি।
ত্রিপুরা বিপ্লব দেব সরকারের দ্বারা করা এই টুইট সামনে আসার পরেই ত্রিপুরায় বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। যান চলাচল নিয়ে একটি সতর্কতামূলক প্রচার করার জন্য কিছুদিন আগে একটি স্লোগান লেখার প্রতিযোগিতা শুরু করেছে ত্রিপুরা সরকার। সেই প্রতিযোগিতার কথা সকলকে জানাতে শুক্রবার ওই টুইট করেছিল ত্রিপুরা বিপ্লব দেব সরকারের অফিস। কিন্তু আগরতলার কোন পথঘাটের ছবি ব্যবহার না করে সরাসরি ব্যবহার করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের শিয়ালদা উড়ালপুল এর ছবি।
যদিও এই বিজ্ঞাপন বিভ্রাট নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিজেপি। বিজেপি পশ্চিমবঙ্গের মুখপাত্র শমীক ভট্টাচার্য এই ঘটনাকে একটি বিশেষ এজেন্সির ভুল হিসেবে দাবি করেছেন। তিনি বলেছেন, "এটা নিছক ভুলবশত হয়ে গিয়েছে। ত্রিপুরা সরকারের তরফ থেকে কোনো ভুল করা হয়নি, বরং ভুল করেছে একটি বিশেষ এজেন্সি। পশ্চিমবঙ্গে কোন চাকরি নেই, তাই পশ্চিমবঙ্গের লোকেরা অন্য জায়গায় গিয়ে কাজ করছে। সেরকমই হয়তো কোন একটি এজেন্সির তরফ থেকে এই কাজটি করা হয়েছিল যেখানে সেই ব্যক্তি নিজের শহরের প্রতি আবেগ প্রবন হয়ে ওই ছবি ব্যবহার করে দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি এরকম কাজ করবে না, আমরা ব্যাপারটা আরো ভালো ভাবে বিশদে জানার চেষ্টা করছি।"
যদিও এই বিজ্ঞাপনে বিভ্রাটের জন্য ত্রিপুরার বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। বিজেপি সরকারকে কটাক্ষ করে তৃণমূল নেতা কুনাল ঘোষ বললেন, "ছবিতে ট্রাম লাইন পর্যন্ত দেখা যাচ্ছে। বিজেপি আসলে নকলনবিশ, দেউলিয়া, টুকলি বাজ। বিপ্লব দেব দিদিকে বলোর নকল করে দাদাকে বলো করতে গিয়েছেন। গোয়ায় দুয়ারে সরকার, দুয়ারে রেশন নকল করার চেষ্টা করা হচ্ছে। আর ত্রিপুরার নিজেদের দেখানোর মত যেটুকু যা ছিল, সেটা বিজেপি ক্ষমতায় এসে নষ্ট করে দিয়েছে। তাই এখন এখানকার ছবি ব্যবহার করে কাজ চালাচ্ছে ত্রিপুরা।"