আবার ভোররাতে পথ দুর্ঘটনার সাক্ষী থাকল শহর। এবার দীঘা থেকে ফেরার পথে উলুবেড়িয়ায় পর্যটকবোঝাই বাস উল্টে গুরুতর আহত হন ত্রিশ জন। ইতিমধ্যেই ৯ জনকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, বারাসাতের দেগঙ্গা থেকে আশি জন পর্যটক বাসে দীঘা ভ্রমণে গেছিলেন এবং আবার ফিরে আসছিলেন ওই বাসেই। ভোররাতে সড়কপথ শুনশান হওয়ায় দ্রুত ধাবমান ছিল বাসটি। সহসাই রাজারপুর থানার খালসানিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরই উল্টে যায় গাড়িটি। স্থানীয়দের তৎপরতায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় যার মধ্যে ন'জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। আহত হন বাসচালক ও খালাসিও। গাড়ির গতির কারণেই কি এমনটা ঘটল নাকি অন্যকিছু, তদন্তে নেমেছে পুলিশ। আহতদের পরিবারের সাথেও যোগাযোগ করা হয়েছে।