জাতীয় সড়কে টোটো চালানোর দাবিতে শুধু শিলিগুড়ি শহরে নয়, সংলগ্ণ পঞ্চায়েতএলাকাতেও বিক্ষোভ শুরু করেছেন টোটো চালকরা৷ রবিবার সকালে তাঁরা ঘেরাওকরলেন সিপাইপাড়া পঞ্চায়েত প্রধানের বাড়ি৷ চালকদের সঙ্গে কথা বলেমন্ত্রীকে জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান৷ টোটো ইউনিয়নগুলিরসঙ্গে কথা বলে মহকুমা শাসক ও পুলিশ কমিশনারকে চিঠি পাঠানো হবে বলেজানিয়েছেন তিনি৷
বছরের প্রথম দিন থেকেই কমিশনারেট এলাকায় নম্বরহীন টোটো চালাতে দিচ্ছে নাশিলিগুড়ি পুলিশ৷ এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন চালকরা৷ তাঁদের বক্তব্য,বড় রাস্তায় গাড়ি চালাতে না দিলে যাত্রী পাবেন না তাঁরা৷ অনেকেই ঋণ নিয়েটোটো কিনেছেন৷ ফলে পরিবার নিয়ে পথে বসার পরিস্থিতি হয়েছে তাঁদের৷এদিকে পঞ্চায়েত প্রধান আশ্বাস দিলেও মন্ত্রী গৌতম দেব জাতীয় সড়কে টোটোচালাতে দেওয়ার বিপ৷