ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের একটি বিল্ডিংকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হলো। এই বাড়িটি আগে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর পরিজনদের থাকার জন্য ব্যবহার করা হতো। পরে করোনার আইসোলেশন ওয়ার্ড হিসাবে ব্যবহৃত হতো এই বিল্ডিং। কিন্তু পুজো পরবর্তী পর্যায়ে করোনা সংক্রমণ বহুগুণ বাড়ার ভয় থেকে এই বিল্ডিংটিকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হলো। উপসর্গযুক্ত করোনা আক্রান্তদের চিকিৎসা হবে এই হাসপাতালে।
মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল উৎপল দাঁ ও ভাইস-প্রিন্সিপাল রমাপ্রসাদ রায়ের তত্বাবধানে ইতিমধ্যেই চিকিৎসা শুরু হয়েছে এই হাসপাতালে। প্রাথমিকভাবে গ্রাউন্ড ফ্লোরে অক্সিজেন, ভেন্টিলেশন ও অন্যান্য জরুরি পরিষেবা-সহ ১৬ শয্যার সিসিইউ তৈরি হয়েছে। উপরের তলায় উপসর্গ থাকা পুরুষ এবং মহিলা রোগীদের জন্য আলাদা আলাদা ওয়ার্ডে ১২ টি করে মোট ২৪ টি শয্যা আছে। খুব শীঘ্রই শয্যা সংখ্যা দ্বিগুণ করা হবে বলে হাসপাতাল সূত্রের খবর।