বড়সড় দুর্ঘটনার কবলে রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর (Krishna Kalyani) গাড়ি। যদিও দুর্ঘটনার সময় বরাতজোরে তিনি গাড়িতে ছিলেন না। সেই সময় গাড়িতে ছিলেন তাঁর দু'জন নিরাপত্তারক্ষী। দুর্ঘটনার কবলে তাঁরা গুরুতর জখম হয়েছেন। গোটা ঘটনায় গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি।
ঠিক কী ঘটেছিল এদিন? সূত্রের খবর, কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেসে ফিরছিলেন তিনি। সেই মোতাবেক তাঁর গাড়ি মালদা টাউন থেকে তাঁকে নিতে আসছিলেন। রাত ৩ টে নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়কে বিধায়কের গাড়িতে পেছন থেকে সজোরে ধাক্কা মারে মালদাগামী একটি লরি। আচমকা এমন ঘটনায় বিধায়ক কৃষ্ণ কল্যাণীর গাড়ি নিয়ন্ত্রণ হারায়। গাড়িতে থাকা দু'জন নিরাপত্তারক্ষী গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা অতি আশঙ্কাজনক। তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গোটা ঘটনায় বিধায়ক খুনের অভিযোগ এনেছেন। এটা নেহাতই দুর্ঘটনা মানতে নারাজ বিধায়কের ঘনিষ্ঠ মহল। ইতিমধ্যেই সেই লরি চালকে আটক করেছে পুলিশ। মালদহের গাজোল থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দিন কয়েক আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। এ নিয়ে কম বিতর্ক হয়নি। ফের রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় নতুন করে বিতর্ক তৈরি হল, বলছেন ওয়াকিবহাল মহল।