মোটা অংকের চাঁদা দাবী করে দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের একটি ক্যাফের মালকিনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। ইতিমধ্যেই, পুলিশের তরফ থেকে ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যাচ্ছে ওই তৃণমূল নেতা যোধপুর পার্ক উৎসব এর একজন অন্যতম উদ্যোক্তা। ওই তৃণমূল নেতার গ্রেফতারির কারণে বর্তমানে যোধপুর পার্ক উৎসব স্থগিত থাকার ঘোষণা ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে। প্রতিবছরের ন্যায় এই বছরও ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত যোধপুর পার্ক উৎসব হওয়ার কথা ছিল। সেই উৎসব এর জন্যই চাঁদা চাওয়া হয়েছে বলে অভিযোগ।
ঘটনার সূত্রপাত শনিবার রাত্রে। যোধপুর পার্ক এলাকার একটি অন্যতম জনপ্রিয় ক্যাফের মালকিন স্বরলিপি চট্টোপাধ্যায় এই হেনস্থার শিকার হয়েছেন বলে খবর। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যোধপুর পার্ক এলাকায় ওই জনপ্রিয় ক্যাফের মালকিনের কাছ থেকে শনিবার রাত্রে জনপ্রিয় তৃণমূল নেতা মোটা অংকের চাঁদা দাবী করেন যোধপুর পার্ক উৎসবের জন্য। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ব্যবসা খুব একটা ভালো না যাওয়ায়, স্বরলিপি জানান তিনি কোনোভাবেই এই মুহূর্তে চাঁদা দিতে পারবেন না। ওই তৃণমূল নেতারা নিজেদেরকে যোধপুর পার্ক উৎসব কমিটির প্রধান সদস্য বলেও দাবি করেন। এমনকি স্বরলিপি অভিযোগ জানিয়েছেন, চাঁদা না দেওয়ার কথা বললে ওই তৃণমূল নেতারা তার ওপর চাপ সৃষ্টি করতে শুরু করেন।

পরে ঘটনাটি ঘটে বুধবার রাত্রে, যখন স্বরলিপি এবং তার বন্ধুরা ক্যাফে বন্ধ করে বাড়ি যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় ওই তৃণমূল নেতারা আরো একবার ওই ক্যাফের মালকিনকে চাঁদা দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন। এমনকি অভিযোগ অনুযায়ী, স্বরলিপি যখন গাড়ি নিয়ে বেরিয়ে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময় তারা স্বরলিপির গাড়ির পিছনে ধাওয়া করেন। শেষমেষ যাদবপুর থানার সামনাসামনি পৌঁছে পুলিশের সাহায্য নিয়ে তৃণমূল নেতাদের হাত থেকে মুক্তি পান স্বরলিপি। তারপরে ওই তৃণমূল নেতাদের বিরুদ্ধে লেক থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে, পুলিশ ইতিমধ্যেই বিজয় দত্ত নামের ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় রীতিমতো ভয় পেয়ে গিয়েছেন বলেই জানিয়েছেন স্বরলিপি। তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানাচ্ছেন।