রাজ্যের শাসকদলের গোষ্ঠীদ্বন্ধের ফলে কোচবিহারের শালমারা এলাকায় সংঘর্ষ চরমে উঠল। শুক্রবার সকালে দিনহাটা-২ ব্লকের শালমারা অঞ্চলের স্থানীয় তৃণমূল বিধায়ক উদয়ন গুহ এবং ব্লক সভাপতি হুমায়ন কবীরের অনুগামী দলের মধ্যে সংঘর্ষ বাঁধে। এবং প্রায় কয়েকশ সমর্থক লাঠি, বোম, বন্দুক নিয়ে হাজির হয় । শালমারা অঞ্চলের বাজারের একটি অংশও পুড়িয়ে দেওয়া হয়।এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ আসে ঘটনাস্থলে।
সূত্রের খবর এই সংঘর্ষের আগুন ভেতরে ধিকি ধিকি জ্বলছিলই। কোচবিহারের তৃণমূলের জেলা কমিটির এবং ব্লক কমিটির সদস্য গঠনের সময় থেকে হুমায়ুন কবীর ক্ষোভ প্রকাশ করেন। উদয়ন গুহকে উদ্দেশ্য করে বলেছিলেন যে এতদিন যারা তৃণমূলের বিরুদ্ধে কাজ করল তারাই দলে প্রাধান্য পাচ্ছে।কিছুদিন আগে হুমায়ুন কবীর বিজয়া সম্মেলনীর আয়োজন করেন। সেই অনুষ্ঠান থেকে হুমায়ুন কবীর উদয়ন গুহর বিরুদ্ধে কথা বলেন। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে দুই দলের অনুগামীদের মধ্যে বিরুপ মন্তব্য চালাচালি শুরু হয়। এবং তার ফলশ্রুতি হিসাবে আজকেই এই সংঘর্ষ। এই ঘটনায় উদয়ন গুহ এবং হুমায়ুন কবীর কেউ মুখ খোলেননি। তৃনমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ও কোন কথা মন্তব্য করেনি এখনও পর্যন্ত। সংঘর্ষে যুক্ত অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।