বর্তমান রাজ্যে (West Bengal) করোনা (Coronavirus) পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। বিধিনিষেধর শিকল ভেঙে ছন্দে ফিরছে বাংলা। চলতি মাসের ১৬ তারিখ থেকেই রাজ্যে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। তাই ভিড় নিয়ন্ত্রণ করতে আগে থেকেই পদক্ষেপ মেট্রো কর্তৃপক্ষের (Metro)। শোনা যাচ্ছে, ১৬ নভেম্বর থেকে সকাল ৭টা থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। দিনে বাড়তে পারে ৩ জোড়া অর্থাৎ ৬ টি মেট্রো। তবে এ বিষয়ে মেট্রোর তরফে কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি স্পষ্ট করে।
বলাবাহুল্য, স্কুল-কলেজের একটা বড়ো সংখ্যক পড়ুয়ারা যাতায়াতের রুট হিসেবে ব্যবহার করে মেট্রো। তাই শিক্ষাপ্রতিষ্ঠান খুললে, বাড়তি চাপ পড়বে অফিস টাইমে। কাজেই, সে কথা মাথায় রেখেই বাড়ানো হতে পারে মেট্রোর সংখ্যা।
সঙ্গে টাইম টেবিলেও হতে পারে রদবদল। কারণ, বর্তমানে সকালে মেট্রো পরিষেবা শুরু হয় দমদম ও কবি সুভাষ থেকে সকাল সাড়ে সাতটায়। তবে সাড়ে সাতটায় প্রথম মেট্রো চললে পড়ুয়াদের সমস্যা হতে পারে। সেই কারণেই মেট্রো শুরুর সময়সীমা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও পুরোটাই সূত্রের খবর। কারণ, মেট্রো কর্তৃপক্ষ এ বিষয়ে মন্তব্য করতে নারাজ।